বিসিএস, সরকারি চাকরি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিমুলক মডেল টেস্ট ২০২০

মডেল টেস্ট

বিসিএস, সরকারি-বেসরকারি চাকরি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি ও যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার মডেল টেস্ট।
BCS, Government-Private Jobs, Bank and University Admission and any Competitive Examination Model Test.

১।পৃথিবীর মোট স্তর কতটি?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
উত্তর :খ
২। গুরুমণ্ডল গঠিত কোন শিলা দিয়ে?
ক) সিলিকা
খ)সিসা
গ)পারদ
ঘ) নিকেল
উত্তর :ক
৩। কোনটি আগ্নেয় শিলা?
ক) গ্রানাইট
খ) কয়লা
গ) শেল
ঘ) বেলেপাথর
উত্তর :ক
৪।’ শেল’ রূপান্তরিত হয় কিসে?
ক) গ্রানাইট
খ) মার্বেল
গ) চুনাপাথর
ঘ)কোনটিই নয়
উত্তর :ক
৫।’দিবং নদী’ কোথায় অবস্থিত?
ক) আসাম
খ) বাংলাদেশ
গ) পাকিস্তান
ঘ) নেপাল
উত্তর :ক
৬। ‘কোহিসুলতান’ কোন ধরনের আগ্নেয়গিরি?
ক) জীবিত
খ)মৃত
গ) সুপ্ত
ঘ) সক্রিয়
উত্তর : খ
৭। ‘লবণ’ কী?
ক) পাহাড়
খ)পর্বত
গ) নদী
ঘ) লবণের পাহাড়
উত্তর : খ
৮। ‘সাতপুরা’ কী?
ক) পর্বত
খ) পাহাড়
গ) আগ্নেয়গিরি
ঘ) মালভূমি
উত্তর : ক
৯। ‘মাওনাকেয়া’ কী ধরনের আগ্নেয়গিরি?
ক) সুপ্ত
খ) সক্রিয়
গ) মৃত
ঘ) কোনটিই নয়
উত্তর : গ
১০। ৬০০-১০০০ মিটার উঁচু শিলাস্তুপকে বলে
ক) পাহাড়
খ)পর্বত
গ) ঢাল
ঘ) মালভূমি
উত্তর : ক


১১।বাংলাদেশের আন্তর্জাতিক নদী মোট কতটি?
ক) ৫৪
খ)৫৬
গ)৫৭
ঘ)৭০০
উত্তর : গ
১২। কোন সালের বন্যায় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
ক) ১৯৮৮
খ)১৯৯৮
গ) ২০০৪
ঘ)২০১৭
উত্তর : খ
১৩। ‘আইলা’কত সালে বাংলাদেশে আঘাত হানে?
ক) ২০০৭
খ)২০০৯
গ)২০১৩
ঘ) কোনটিই নয়
উত্তর : খ
১৪। বাংলাদেশে ভূমিকম্প রিস্ক জোন কতটি?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
উত্তর : খ
১৫। সুনামি কোন ভাষার শব্দ?
ক) বাংলা
খ) হিন্দি
গ) জাপানি
ঘ) আরবি
উত্তর : গ
১৬।দূর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কতটি ?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উত্তর : খ
১৭।দূর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দূর্যোগ পূর্ব প্রস্তুতিকেই বলে
ক.দূর্যোগ পূর্ব প্রস্তুতি
খ. প্রতিরোধ
গ.প্রশমন
ঘ. সাড়াদান
উত্তর : গ
১৮।বেড়িবাঁধ তৈরি , আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাডি তৈরি, নদী খনন ইত্যাদির বাস্তবায়নকে দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তর ?
ক.দূর্যোগ পূর্ব প্রস্তুতি
খ. প্রতিরোধ
গ. কাঠামোগত প্রশমন
ঘ. অকাঠামোগত প্রতিরোধ
উত্তর : গ
১৯।প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তর ?
ক.দূর্যোগ পূর্ব প্রস্তুতি
খ. প্রতিরোধ
গ. কাঠামোগত প্রশমন
ঘ. অকাঠামোগত প্রতিরোধ
উত্তর : ঘ
২০।নিচের কোনটি দূর্যোগ ব্যবস্থাপনার মূখ্য উপাদান নয় ?
ক. দূর্যোগপ্রতিরোধ
খ.দূর্যোগ প্রশমন
গ.দূর্যোগ পূর্ব প্রস্তুতি
ঘ.সাড়াদান
উত্তর : ঘ

২১. BRICS ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত?

ক.৩ বছর

খ.৫ বছর

গ.২ বছর

ঘ.৪ বছর

উত্তরঃ খ

২২. League of Arab States-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক.তিউনিস

খ.কায়রো

গ.রাবাত

ঘ.জেদ্দা

উত্তরঃ খ

২৩. ARAB League প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৬৫

খ. ১৯৪৫

গ. ১৯৬৯

ঘ. ১৯৭৫

উত্তর: খ

২৪. ARAB League প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়–

ক. মিশর

খ. ইয়েমেন

গ. আরব আমিরাত

ঘ. লেবানন

উত্তর: গ

২৫. ‘BRICS’ জোটে সর্বশেষ যোগদান করে কোন দেশ?

ক.চীন

খ.ভারত

গ.দক্ষিণ আফ্রিকা

ঘ.ব্রাজিল

উত্তরঃ গ

২৬. BIMSTEC-এর সদস্য নয়-

ক.ভারত

খ.পাকিস্তান

গ.বাংলাদেশ

ঘ.থাইল্যান্ড

উত্তরঃ খ

২৭. BIMSTEC প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ১৯৮৯

খ. ১৯৯৭

গ. ১৯৯৩

ঘ. ১৯৭৯

উত্তরঃ খ

২৮. ASEAN Headquarter located in

ক. জাকার্তা

খ. কুয়ালালামপুর

গ.ঢাকা

ঘ. কাঠমান্ডু

উত্তর: ক
২৯. বর্তমানে আসিয়ান এর সদস্য রাষ্ট্র কয়টি?

ক. ৭

খ. ৯

গ. ১০

ঘ. ১৪

উত্তরঃ গ

৩০. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?

ক. ইংরেজ শাসনের অধীন দেশসমূহ

খ.ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ

গ.তেল উৎপাদনকারী দেশসমূহ

ঘ. এশিয়া ও ইউরোপের সমুদ্র তীরবর্তী দেশসমূহ

উত্তরঃ খ

৩১. 46th G-7 summit will be held on

ক. জার্মানী

খ. আমেরিকা

গ. সুইজারল্যান্ড

ঘ. কানাডা

উত্তর: খ

৩২. G-7 refers to a group of:

ক. developed countries within the IMF

খ. less developed countries within the UN

গ. less developed countries within the UNCTAD

ঘ. developed countries within the World Bank

উত্তর: ক

৩৩.নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?

ক.কানাডা

খ.ইতালি

গ.সুইডেন

ঘ.জাপান

উত্তরঃ গ

৩৪. BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে —

ক. New Development Bank(NDB)

খ. BRICS Developnent Bank(BDB)

গ. Economic Development Bank(EDB)

ঘ. International Commercial Bank(ICB)

উত্তরঃ ক

৩৫. BRICS Bank এর সদর দপ্তর কোথায়?

ক. বেইজিং

খ. সাংহাই

গ. জোহানেসবার্গ

ঘ. রিও ডি জেনিরো

উত্তর: খ
৩৬।স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
ক. এক সমকোণ
খ. সরল কোণ
গ. এক সমকোণের অর্ধেক
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক
৩৭)একটি ষড়ভূজের অন্ত:কোণের সমষ্টি কত ?
ক. ৩৬০ ডিগ্রি
খ.৫৪০ডিগ্রি
গ.৭২০ডিগ্রি
ঘ.৬৩০ডিগ্রি
উত্তর: গ
৩৮)একটি সুষম বহুভুজের একটি অন্ত:কোণের পরিমাণ ১৩৫ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত ?
ক.৬
খ.৭
গ.৮
ঘ.১০
উত্তর: গ
39. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের
ক. দ্বিগুন
খ.তিনগুন
গ.একচতুর্থাংশ
ঘ.অর্ধেক
উত্তর: ঘ
৪০)দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখাদ্বয়ের অন্তর্ভূক্ত কোণ
ক. সরল কোণ
খ. সমকোণ
গ. স্থুল কোণ
ঘ. সুক্ষ্ন কোণ
উত্তর: ক


৪১)বৃত্তের প্রিলি ও ব্যাসের অনুপাত কত ?
ক. ৩
খ.২২/৭
গ.২৫/৯
ঘ.৫
উত্তর: খ
৪২)একই সরল রেখায় নয়, এরুপ তিনটি বিন্দু দিয়ে কতটি বৃত্ত আঁকা যাবে ?
ক.একটিও নয়
খ.একটি
গ.দুটি
ঘ.তিনটি
উত্তর: খ
৪৩)দুটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে ?
ক.১
খ.২
গ.৩
ঘ.৪
উত্তর: ঘ
৪৪)৩৫৯ কোণকে কী বলে?
ক.পূরক কোণ
খ. প্রবৃদ্ধ কোণ
গ. স্থুল কোণ
ঘ. সুক্ষ্ন কোণ
উত্তর: খ
৪৫)ত্রিভূজের তিনবাহুর সমদ্বিখন্ডগুলোর ছেদবিন্দুর নাম কী ?
ক.বহি: কেন্দ্র
খ.অন্ত:কেন্দ্র
গ.পরি:কেন্দ্র
ঘ.ভরকেন্দ্র
উত্তর: গ
৪৬)ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলোকে কত অনুপাতে বিভক্ত করে ?
ক.১:২
খ.২:৩
গ.২:১
ঘ.১:৩
উত্তর: গ
৪৭)নিচের কোন বাহুগুলোর অনুপাত দ্বারা একটি সমকোণ ত্রিভুজ অংকন করা সম্ভব না ?
ক.৩:৪:৫
খ.৫:১২:১৩
গ.৮:১৫:১৭
ঘ.৮:১২:১৭
উত্তর: ঘ
৪৮)ত্রিভুজের যেকোনো দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর —-
ক.সমান
খ.বড
গ.দ্বিগুন
ঘ.অর্ধেক
উত্তর: ঘ
৪৯)সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে
ক. সরল কোণ
খ. সমকোণ
গ. স্থুল কোণ
ঘ. সুক্ষ্ন কোণ
উত্তর: গ
৫০)একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:১:২ হলে ত্রিভুজটি হবে
ক. সূক্ষ্ণকোণী ত্রিভুজ
খ. সমকোণী ত্রিভুজ
গ.সমবাহু ত্রিভুজ
ঘ.স্থূলকোণী ত্রিভুজ
উত্তর: খ

51.’Lyrical Ballads’ published in ——
a.1789
b.1798
c.1832
d.1879
ans:b
52.The poem ‘My hearts Leaps Up’ Written by
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.W.B Yeats
d.W. Congreve
ans:b
53.The poem ‘Kubla Khan’ Written by
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.W.B Yeats
d.W. Congreve
ans:a
54.Who is called “Opium Eater’?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.W.B Yeats
d.John Keats
ans:a
55.Who is called ‘Poet of Children’?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.W.B Yeats
d.John Keats
ans:b
56.Who is known as ‘ A poet of Supernaturalism’ ?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.W.B Yeats
d.John Keats
ans:a
57.Love for the remote, past and freedom are the characteristics of
a. The age of sensibility
b.Victorian Period
c.Modern Period
d.Romantic Period
ans:d
58.Who is written ‘ Pride and Prejudice’ ?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.Jane Austen
d.William Hazlitt
ans:c
59.Who is written The Sonnet ‘Ozymandias’?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.Jane Austen
d.P.B Shelley
ans:d
60.Who is not the writer of Romantic Period ?
a.P.B Shelley
b.W. Wordsworth
c.John Keats
d.W.B.Yeats
ans:d

61.Ode on a Grecian Urn – Who is the poet of the poem?
a.P.B Shelley
b.W. Wordsworth
c.John Keats
d.S.T. Coleridge
ans:C
62.The Romantic Period is
a.1660-1785
b.1798-1832
c.1832-1901
d.1500-1660
ans:b
63.Who is known as ‘ A poet of Sensuousness and Beauty ’ ?
a.S.T. Coleridge
b.W. Wordsworth
c.Jane Austen
d.John Keats
ans:d
64.Who is known as ‘ A poet of Skylark and Winds?
a.P.B Shelley
b.W. Wordsworth
c.John Keats
d.S.T. Coleridge
ans:a
65.Who is the author of ‘ The Rhyme of the Ancient Mariner?
a.P.B Shelley
b.W. Wordsworth
c.John Keats
d.S.T. Coleridge
ans:d
66.William Haziltt was
a.Novelist
b. Essayist
c.Dramatist
d.Poet
ans: b

67.’ The Lucy Poems’ wrote
a.P.B Shelley
b.W. Wordsworth
c.John Keats
d.S.T. Coleridge
ans: b
68.Who is considered to be the ‘ Rebel Poet in English Literature?
a.P.B Shelley
b. Lord Byron
c.John Keats
d.Jane Austen
ans: b

৬৯। Tariff Duties এর পরিভাষা কোনটি ?
ক. নগর শুল্ক
খ. কর
গ.শুল্ক কর
ঘ.রাজস্ব
উত্তর : গ
৭০।Hand Out এর পরিভাষা কোনটি
ক. ইশতেহার
খ.আকল পত্র
গ. জ্ঞাপনপত্র
ঘ.বণ্টন
উত্তর : গ


৭১)ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থটি কোন ধরনের রচনা এবং রচয়িতার নাম কি?
ক. ছোটগল্প-শওকত ওসমান
খ. প্রবন্ধ-আব্দুল মান্নান সৈয়দ
গ. উপন্যাস-হুমায়ুন আজাদ
ঘ. নাটক-মুনীর চৌধুরী
উত্তরঃ গ
৭২)নির্মলেন্দ গুণ এর “কালো মেঘ” কোন ধরণের রচনা?
ক) ভ্রমন কাহিনি
খ) কাব্যগ্রন্থ
গ) কিশোর উপন্যাস
ঘ) গল্পগ্রন্থ
উত্তরঃ গ
৭৩)”বাক্যতত্ত্ব” কার রচনা?
ক) হুমায়ুন আজাদ
খ) আব্দুল হাই
গ) সুকুমার সেন
ঘ) নির্মলেন্দ গুণ
উত্তরঃ ক

৭৪।”অচল পদাবলি” কার রচনা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) হুমায়ুন আজাদ
গ) সেলিম আল দীন
ঘ) নির্মলেন্দ গুণ
উত্তরঃ ঘ
৭৫।হুমায়ুন আজাদের কোন রচনাটি নিষিদ্ধ হয়?
ক) পাক সারর জমিন সাদ বাদদ
খ) নারী
গ) দ্বিতীয় লিঙ্গ
ঘ) সব কিছু নষ্টদের দখলে যাবে
উত্তরঃ খ
৭৬)
“আত্মকথা” কার আত্মজীবনী?
ক) সেলিনা হোসেন
খ) হুমায়ুন আজাদ
গ) হুমায়ুন আহমেদ
ঘ) নির্মলেন্দ গুণ
উত্তরঃ ঘ
৭৭)ভাষা আন্দোলন ভিত্তিক রচনা কোনটি?
ক) হাঙ্গর নদী গ্রেনেড
খ) যাপিত জীবন
গ) নিরন্তর ঘন্টাধ্বনি
ঘ) জলোচ্ছ্বাস
উত্তরঃ খ
৭৮)
নিচের কোনটি হুমায়ুন আজাদের রচনা নয়?
ক) স্বদেশে পরবাসী
খ) পাক সার জমিন সাদ বাদ
গ) কবি অথবা দন্ডিত পুরুষ
ঘ) পেরোনোর কিছু নেই
উত্তরঃ ক
৭৯)মুক্তিযোদ্ধা তারামন বিবির কথা উল্লেখ আছে কোন উপন্যাসে?
ক) যুদ্ধ
খ) মুজিব লেলিন ইন্দিরা
গ) কাঁটাতারে প্রজাপতি
ঘ) গায়ত্রী সন্ধ্যা
উত্তরঃ ক
৮০) “ধান শালিকের দেশ” পত্রিকাটি কে সম্পাদনা করেন?
ক) সেলিনা হোসেন
খ) নির্মলেন্দ গুণ
গ) সৈয়দ শামছুল হক
ঘ) হুমায়ুন আজাদ
উত্তরঃ ক


৮১)নিচের কোনটি সেলিনা হোসেনের শিশুতোষ উপন্যাস?
ক) নীল ময়ূরর যৌবন
খ) কাকতাড়ুয়া
গ) স্বদেশ পরবাসী
ঘ) মতিজানের মেয়েরা
উত্তরঃ খ
৮২)Civil শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
ক) দেওয়ানি
খ) সুশীল সমাজ
গ) সাধারন
ঘ) উপরের সবসবগুলোই সঠিক
উত্তরঃ ক
৮৩)নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
ক) জ্বলো চিতাবাঘ
খ) নারী
গ) কাফনে মোরা অশ্রুবিন্দু
ঘ) আব্বুকে মনে পড়ে
উত্তরঃ ঘ
৮৪)Hand bill শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
ক) হাত খরচ
খ) নথিপত্র
গ) প্রচারপত্র
ঘ) শিরোনাম
উত্তরঃ গ
৮৫)হুমায়ুন আজাদের প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
ক) লাল নীল দীপাবলি
খ) নারী
গ) ছাপ্পান্ন হাজার ববর্গমাইল
ঘ) অলৌকিক ইস্টিমার
উত্তরঃ ঘ
৮৬)) উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক. ১০
খ. ৯
গ. ৩
ঘ. ১৬
উত্তর: ক
৮৭)) ক্লোরোফিল অণুর মধ্যে কোন ধাতুর আয়ন আছে?
ক. নাইট্রোজেন
খ. পটাশিয়াম
গ. বোরন
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর: ঘ
৮৮) পাতা হলুদ হয় কিসের অভাবে?
ক. পটাশিয়াম
খ. ইউরিয়া
গ. ফসফরাস
ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ
৮৯) কোন খনিজের অভাবে পাতা ও ফুল ঝরে পড়ে?
ক. ফসফরাস
খ. লৌহ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. পটাশিয়াম
উত্তর: ঘ
৯০) উদ্ভিদ কোন উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
ক. পটাশিয়াম
খ. নাইট্রোজেন
গ. লৌহ
ঘ. কোনটা নয়
উত্তর: খ

৯১) উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কয়টি?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তর: খ
৯২) বয়স্ক পাতা হলুদ হয় কিসের অভাবে?
ক. ক্লোরিন
খ. জিংক
গ. ম্যাগনেসিয়াম
ঘ. নাইট্রোজেন
উত্তর: গ
৯৩) উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি?
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ২০
উত্তর: গ
৯৪)) পাতা ফ্যাকাসে হতে পারে কিসের অভাবে?
ক. লৌহ
খ. নাইট্রোজেন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ক ও গ উভয়ই
উত্তর: ঘ
৯৫) উদ্ভিদের প্রধান মুখ্য উপাদান কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!