এইচ.এস.সি হিসাব বিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্ন ও সমাধান – এইচ.এস.সি ২০১৮

হিসাব বিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্ন ও সমাধান – এইচ.এস.সি ২০১৮

হিসাব বিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্ন ও সমাধান – এইচ.এস.সি ২০১৮।
Question and Solution of Accounting in HSC exam.

১. কোনটিকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বলা হয়?
উত্তর: (গ) কার্যপত্র
২. ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে?
উত্তর: (ক) আমানতকারী
৩. ব্যবসায়ে কোন ধরনের সম্পদের উপর অবচয় ধার্য করা হয়?
উত্তর: (খ) স্থায়ী সম্পদ
৪. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
উত্তর: (ঘ) ডেবিট নোট
৫. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?
উত্তর: (খ) লেনদেন সনাক্তকরণ
৬. ভগ্নাবশেষ মূল্যকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: (গ) আয়ষ্কাল শেষে সম্পদ থেকে নগদ প্রপ্তি
৭. জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করতে হবে?
উত্তর: (খ) ৪,৫০০ টাকা
৮. উক্ত কোম্পানীর ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ বা বিয়োগ করতে হবে?
উত্তর: (খ) ২,০০০ টাকা বিয়োগ
৯. মি. আকাশের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ মাসের শেষে কত?
উত্তর: (ঘ) ৯০,০০০ টাকা
১০. ব্যাংক ঋণ ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন পরিবর্তন ঘটবে?
উত্তর: (গ) দায় বৃদ্ধি পাবে

১১. সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
উত্তর: (খ) প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
১২. নগদ প্রপ্তি জাবেদার বৈশিষ্ট_____
উত্তর: (ক) iও ii
১৩. মালিক কতৃক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে কী জাবেদা হবে?
উত্তর: (খ) উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট
১৪. GAAP এর পূর্ণ্রুপ কী?
উত্তর: Generlly Accepted Accounting Principles
১৫. বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা কত?
উত্তর: (গ) ২৫%
১৬. ২/১০, n/৩০ দ্বারা কী বুঝায়?
উত্তর: (গ) ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করিলে ২% বাট্টা পায়
১৭. উপরিউক্ত তথ্যের আলোকে নীট ক্রয় মূল্য কত?
উত্তর: (খ) ৫৫,০০০
১৮. বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: (ক) iও ii
১৯. কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: (গ) সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে
২০. অনগদ ব্যয় হল_____
উত্তর: (ক) iও ii

২১. সংশোধনী জাবেদা হবে____
উত্তর: (খ) ক্রয় ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট
২২. মূলধনী খরচ হলো____
উত্তর: (ক) iও ii
২৩. হিসাববিজ্ঞানের তিনটি “A” দ্বারা কি বুঝায়?
উত্তর: (ক) American Accounting Association
২৪. আসবাবপত্রটি কত সালে ক্রয় করা হয়েছিলো?
উত্তর: (ক) ২০১৩
২৫. বর্তমানে আসবাবপত্রের মূল্য কত?
উত্তর: (ক) ৪৮,০০০ টাকা
২৬. সুদের পরিমাণ কত?
উত্তর: (গ) ১,৮০০ টাকা
২৭. আয় বিবরণীতে কি পরিমাণ বিমার প্রিমিয়াম দেখাতে হবে?
উত্তর: (গ) ২,৪০০ টাকা
২৮. নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রুপ?
উত্তর: (খ) সম্পদ=দায়+মূলধন+আয়-খরচ-উত্তোলন
২৯. হিসাববিজ্ঞানের স্থায়ী বই কোনটি?
উত্তর: (গ) খতিয়ান
৩০. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ____
উত্তর: (গ) i,iiও iii

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!