রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর (ব্যবসায় প্রসাশন বিভাগঃ হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট)
Rajshahi Univeristy (RU) Admission Test Question and Answer B-Unit (BBA Department)
বাংলা অংশ
1. উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের পাঠ্যসূচি ভুক্ত নিম্নোক্তদের মধ্যে কোন লেখক সবার চেয়ে অগ্রজ ?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎ চন্দ্র চট্রোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2. ‘ধন্যবাদ’ কবিতা সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক ?
সনেট
সমল ছন্দের আধুনিক কবিতা
রোমান্টিক গীতিকবিতা
আধুনিক গদ্য-ছন্দের কবিতা
3. কোনটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ?
ময়নামতির চর
উড়ানির চর
সদ্বীপের চর
বালুচর
4. ‘মামলা’ শব্দটি কোন ভাষার শব্দ ?
আরবি
উর্দু
ফারসি
হিন্দি
5. কোন শব্দটি প্রায়ই ভুলভাবে ব্যবহৃত হয় ?
সাক্ষাৎ
সক্ষম
প্রেক্ষিত
বিশ্বরূপ আলয়
6. ‘বিশ্ববিদ্যালয়’ এর ব্যাসবাক্য কি ?
বিশ্বের বিদ্যালয়
বিশ্ববিদ্যার আলয়
বিশ্বস্ত আলয়
বিশ্বরূপ আলয়
7. ভাষার ক্ষুদ্রতম একক হল –
শব্দ
ধ্বনি
পদ
বাক্য
8. ‘সাধ করে নিল গরল-পিয়াল, বর্শা হানিল বুকে’-পংক্তিটি কোন কবিতার ?
বঙ্গভাষা
বাংলাদেশ
কবর
জীবন-বন্দনা
9. চাঁদের সমার্থক শব্দ ?
যামিনী
বিধু
তটিনী
ঊর্মি
10. উপপদ তৎপুরুষ সমাসের উদাহরন ?
আমরা
গুনীজন
সপ্তাহ
পঙ্কজ
ইংরেজি অংশ
1. The harder he tried, the …….. he danced before the large audience.
bad
worse
worst
worser
2. Jhon is ………….. most intelligent boys in the Business Faculty .
one of
one of the
the
one
3. The athlete, together with his coach and several relatives ……… travelling to the Asian Games .
were
had
was
was being
4. A lunch of soup and sandwiches …… appeal to the Bengalees .
does not
do not
not
are not
5. He knows …………… the carburetor without taking the whole car apart .
to repair
repairing
how to repair
repair
6. ……………… twenty miles, he suddenly realized that he had been driving in the wrong direction .
When driving
After drive
After driving
While driving
7. When I last saw Bithi, she ….. to her next class.
hurried
was hurrying
had hurried
is hurrying
8. The company representative ……. for three.
sold to the manager a sewing machine
sold a sewing machine to the manager
sold sewing machine to manager
sold manager a sewing machine
9. David is …………. of cooking .
very particular found
particular fond
particularly fond
particularly
10. In early times, every day was a ………. for survival .
conflict
battle
war
problem
11. Knowledge of certain skills would give you better of surviving unharmed in dificult circumstances .
possibility
opportunity
chance
way
12. As human beings learned how to keep animals and grow crops, other …………… materials such as wool, silk, linen and cotton were used.
pure
simple
original
natural
13. You may have an instinctive dislike of spiders but they deserve ………… respect.
a little
little
few
a few
14. The lift has an automatic …………….. mechanism that prevents the platform from falling if the chain or rope breaks.
secured
safe
security
safety
15. The active form of the sentence “It has been stolen” is :
Someone stolen it
Someone steals it
Someone has stolen it
Someone is stolen it
16. A dairy or small notebook …….. short list of tasks to do each day will be very useful .
contains
containing
to contain
contained
17. If I had managed to repair my car earlier , I …….. you to London .
drove
had driven
could have driven
would be driving
18. You cannot use those screwdrivers, ………….. of them suitable for the job.
None
No
Either
Neither
19. She is a good player. She plays ……….
well
welly
good
goodly
20. The next important question we have to decide is ………….. to submit the proposal .
when have we
when do we have
when we have
when are me
21. After ……… the medicine the patient became drowsy and more manageable
take
taken
taking
being taken
22. John told Mary ……….. close the door
to not
not to
not
be not
23. Sheikh objects to ……………….. this house
my buying
me buy
buying
me buying
24. Helium is not Inflammable ……………… therefore safer than hydrogen
that Is
and
but is
and it
হিসাব বিজ্ঞান
1. পণ্যের বিস্তারিত বিবরণ ও মূল্য উল্লেখ করে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলে-
পাওনা চিঠা
পণ্যের চালান
বিক্রয় হিসাব
বিক্রয় ভাউচার
2. আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এটির সংশোধনী জাবেদা হবে ?
ক্রয় ডেবিট , আসবাবপত্র ক্রেডিট
ক্রয় ডেবিট , নগদান ক্রেডিট
আসবাবপত্র ডেবিট , ক্রয় ক্রেডিট
আসবাবপত্র ডেবিট , নগদান ক্রেডিট
3. নগদান হিসাব সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক-
এটি জাবেদা ও খতিয়ান উভয়ই
এটি একটি স্বয়ং খতিয়ান হিসাব
এতে ডেবিট বা ক্রেডিট যে কোন জের হতে পারে
এতে কারবারী বাট্রা অন্তর্ভূক্ত করা হয়
4. কোনটি এক মালিকানা কারবারের আয়-ব্যয় হিসাবের দফা ?
কারবারী বাট্রা
আয়কর
বিমাপত্র থেকে প্রাপ্তি
অবচয়
5. বাকীতে আসবাবপত্র ক্রয়ের ফলাফল কোনটি ?
সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস
6. রেওয়ামিলের দুই পার্শ সমান হলে বুঝাবে-
জাবেদায় সকল লেনদেন তোলা হয়েছে
খতিয়ানের মোট ডেবিট ও ক্রেডিট সমান
জাবেদার লেনদেন সমূহ খতিয়ানে নেয়া হয়েছে
খতিয়ানে ভুল নেই
7. অতীত বা ঐতিহাসিক ক্রয়মূল্য নীতির মূল ধারণা হচ্ছে –
সম্পত্তির বাজারদর পরিবর্তনের সাথে ঐ মূল্য সমন্বয় করা
প্রতিষ্ঠানের কার্যাবলীকে মালিক হতে আলাদা বিবেচনা করা
সম্পত্তি সমূহ ক্রয়মূল্য লিপিবদ্ধ করা
অর্থের অংক লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ করা
8. ডেবিট দ্বারা –
সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পায়
সম্পদ ও দায় উভয় হ্রাস পায়
সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায়
সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পায়
9. বকেয়া আয় সমন্বয়ের ফলে ঘটে –
দায় হ্রাস ও আয় বৃদ্ধি
সম্পদ হ্রাস ও আয় বৃদ্ধি
সম্পদ বৃদ্ধি ও আয় বৃদ্ধি
দায় ও আয় বৃদ্ধি
10. ওয়ার্ক শীট এ নীট আয় নিচের কলামগুলোতে লেখা হয় –
আয় বিবরণীর ডেবিটে এবং উদ্ধৃত্তপত্রের সম্পত্তিপার্শবে
আয় বিবরণীর ক্রেডিটে এবং উদ্ধৃত্তপত্রের সম্পত্তিপার্শবে
আয় বিবরণীর ডেবিটে এবং উদ্ধৃত্তপত্রের দায়পার্শবে
আয় বিবরণীর ক্রেডিটে এবং উদ্ধৃত্তপত্রের দায়পার্শবে
11. অবচয় ………. এর একটি প্রক্রিয়া ।
মূল্যায়ন
লাভ-ক্ষতি নির্ণয়
ক্রয়মূল্য
মূল্য বিশ্লেষণ
12. ইস্যুকৃত মূলধন ২,০০,০০০ টাকা, তলবকৃত মূলধন ১,৬০,০০০ টাকা, বকেয়া তলব ১২,০০০ টাকা এবং অগ্রিম তলব , ১০,০০০ টাকা হলে পরিশোধিত মূলধন কত ?
১,৪৮,০০০ টাকা
১,৫৮,০০০ টাকা
১,৭০,০০০ টাকা
কোনটিই নয়
13. প্রতিটি ১০০ টাকা মূল্যের মোট শেয়ার ১০,০০০ টি। আবেদনে ১০ টাকা , আবন্টনে ২৫ টাকা এবং অবশিষ্ট অংশ পরবর্তী তলব ও চূড়ান্ত তলবে প্রদেয়। আহমেদ ১০০০ শেয়ারের উপর আবন্টনের টাকা দিতে না পারায় তার শেয়ার বাজেয়াপ্ত হল। বাজেয়াপ্ত শেয়ার মূলধন কত ?
২০,০০০ টাকা
২৫,০০০ টাকা
১০,০০০ টাকা
কোনটিই নয়
14. উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৬০০ একক , সমাপনী মজুদ ১২০০ টাকা, উৎপাদন ব্যয় ৩,০০,০০০ টাকা । মোট উৎপাদিত পণ্যের পরিমাণ ৩০,০০০ একক । একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা ?
৯.৮০ টাকা
১০.২০ টাকা
৯.৬১ টাকা
১০ টাকা
15. বিবিধ দেনাদার ৫০,০০০ টাকা , পুরাতন কু-ঋণ ৪০০০ টাকা , নতুন কু-ঋণ ১০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ২% হলে কত টাকা কু-ঋণ সঞ্চিতি হবে?
৫০০
৯২০
৯৮০
কোনটিই নয়
16. স্বীকৃতিকারী কর্তৃক দেয় তারিখের পূর্বে বিল পরিশোধিত হলে আদেষ্টা থেকে যে ছাড় পাওয়া যায় তাকে বলে-
সুদ প্রাপ্তি
নোটিং ফি
রেয়াত / রিবেট
বাট্রা প্রাপ্তি
17. শেয়ার ইস্যু জনিত বাট্রা খরচ হল –
ভাসমান সম্পত্তি
অস্পর্শনীয় সম্পত্তি
অলীক সম্পত্তি
ক্ষয়মান সম্পত্তি
18. শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে বলে –
মূলধন সঞ্চিতি
সাধারণ সঞ্চিতি
সঞ্চিতি মূলধন
কোনটিই নয়
19. একটি কোম্পানীর বাট্রায় শেয়ার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার বাট্রার পরিমাণ কত ?
২০%
১৫%
১০%
৫%
20. চলতি দায় হতে হলে একটি দায় পরিশোধ্য হবে ?
চলতি সম্পত্তি হতে
অন্য চলতি দায় সৃষ্টি করে
A + B উভয়ই
দুই বৎসরের মধ্যে
21. বিলের অসম্মানজনিত নোটিং চার্জ চূড়ান্তভাবে কে বহন করেন ?
আদেষ্টা
আদিষ্ট
প্রাপক
হস্তান্তরকারী
22. নীচের কোন সমীকরণটি ভুল ?
A = C + L
A – L = C
A -C = L
A + L = C
23. একটি ব্যবসা সংক্রান্ত উপাত্ত হলঃ নগদ ৫,০০০ টাকা , প্রদেয় বিল ৭,০০০ টাকা , পাওনাদার ১৩,০০০ টাকা , নীট লাভ ১২,০০০ টাকা, প্রদেয় বেতন ৩,০০০ টাকা, ঋণপত্র ৬০,০০০ টাকা। ব্যবসাটির চলতি দাইয় কত ?
২৮,০০০
৩৫,০০০
২৩,০০০
৮৩,০০০
24. প্রাপ্য বিল হিসাবে ডেবিট ২০,০০০ টাকা, ক্রেডিট ১৭,০০০ টাকা ও সমাপনী জের ১২,০০০ টাকা। প্রারম্ভিক জের কত টাকা ?
২৫,০০০
১৫,০০০
৯,০০০
কোনটিই নয়
25. নিম্নের কোনটি একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করে ?
চলতি অনুপাত
দ্রুত অনুপাত
মোট লাভ অনুপাত
কোনটিই নয়
26. মুনাফা ক্রয়মূল্যের ২৫% হলে, বিক্রয় মূল্যের উপর কত ?
৩০%
২০%
১৫%
১০%
27. যন্ত্রপাতির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা , স্থাপনা ব্যয় ৫,০০০ টাকা এবং ভ্যাট ১৫,০০০ টাকা । বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩য় বৎসরের অবচয়ের পরিমাণ কত ?
২৪,০০০ টাকা
২৮,৭০০ টাকা
২০,৪৪০ টাকা
১৫,৩৬০ টাকা
28. হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী “ক্ষতিকে পূর্বে অনুমান কর, লাভকে নয়”- বিবেচ্য ধরা হয় তা –
ঐতিহাসিক ব্যয় নীতি
সামঞ্জস্যতা নীতি
রক্ষণশীল নীতি
প্রকাশনীতি
29. যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫,০০,০০০ টাকা , বিক্রিত দ্রব্যের ব্যয় ৪,২০,০০০ টাকা এবং বিক্রয় পরিবহন ব্যয় ৪,০০০ টাকা হয় তবে মোট মুনাফা হবে ?
৭৬,০০০ টাকা
৮০,০০০ টাকা
৫,০০,০০০ টাকা
কোনটিই নয়
30. উৎপাদিত দ্রব্যের ব্যয় বিবরণীতে নিম্নের কোন দফার প্রারম্ভিক ও সমাপনী মজুদ দেখানো হয় ?
কেবলমাত্র কাঁচামাল ও চলতি কার্য
কেবলমাত্র চলতি কার্য ও চূড়ান্ত দ্রব্য
কেবলমাত্র কাঁচামাল ও চূড়ান্ত দ্রব্য
কাঁচামাল, চলতি কার্য ও চূড়ান্ত দ্রব্য
31. ব্যবসায় কি ধরণের প্রক্রিয়া ?
বাণিজ্যিক
উৎপাদন
সামাজিক
হস্তান্তর
32. ব্যবসায়ের আবেদন –
ব্যক্তিক
অর্থনৈতিক
সামাজিক
ব্যক্তিক ও সামষ্টিক
33. জীবিকা অর্জনের সহজতম ও স্বাধীনপেশা –
কৃষি
চাকুরী
ব্যবসা
দালালী
34. কোনটি শিল্প নয় ?
নির্মাণ
প্রজনন
কৃষি
পণ্যমজুদ
35. কোন প্রক্রিয়ার সাথে বাণিজ্য অত্যাধিক জড়িত ?
লেনদেন
বন্টন
উৎপাদন
উৎপাদন ও বন্টন
ম্যানেজমেন্ট
1. জীবন যাত্রার মান বৃদ্ধিতে অত্যাধিক ভূমিকা রাখে –
বৈদেশিক বাণিজ্য
কারবার
বাজারজাতকরণ
বহুজাতিক কোম্পানী
2. কোনটি বৈদেশিক বাণিজ্য কর্মকান্ডের আওতায় পড়ে না ?
রপ্তানী
বৈদেশিক বিনিয়োগ
লাইসেন্সিং
স্মাগলিং
3. নামের শেষে ‘লিঃ’ শব্দ লেখা যায় না এমন ব্যবসায় সংগঠন হচ্ছে –
সমবায় সমীতি
অংশীদারী কারবার
যৌথ মূলধনী কোম্পানী
এক মালিকানা কারবার
4. যৌথ মূলধনী কোম্পানী নাম পরিবর্তনের জন্য প্রয়োজন হয় –
পরিচালকদের সিদ্ধান্ত
আদালতের অনুমোদন
শেয়ার হোল্ডারদের সিদ্ধান্ত
শেয়ার হোল্ডারদের বিশেষ সভার সিদ্ধান্ত ও আদালতের অনুমোদন
5. শেয়ার মার্কেট এক ধরণের –
বিপণন সংস্থা
সংগঠিত বিধিবদ্ধ আর্থিক সংগঠন
কোম্পানীর শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান
বিনিয়োগ সংস্থা
6. কোনটি বাজারজাতকরণের আওতাভুক্ত নয় ?
তথ্য সংগ্রহ
ঝুঁকি গ্রহন
মোড়কিকরণ
মান নিয়ন্ত্রণ
7. পণ্যের জীবন চক্রের শেষ ধাপ –
সুচনা
বিলুপ্তি
অবনতি
পুর্ণতা প্রাপ্তি
8. প্রত্যয়পত্র ইস্যু করে থাকে –
আমদানীকারক
জাহাজ কোম্পানী
আমদানী-রপ্তানী নিয়ন্ত্রক
ব্যাংক
9. কোনটি হেনরী ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনা নীতির সাথে সম্পর্কিত নয় ?
শৃঙ্খলা
কার্য বিভক্তিকরণ
পারিশ্রমিক
কৃতিমূল্য নির্ণয়
10. অর্থ লেন-দেনের সাথে সরাসরি যুক্ত নয় –
সমবায় ব্যাংক
এশিয়া ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
ডাটা ব্যাংক
11. একটি দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেশী ভূমিকা রাখে –
বিদেশী বাণিজ্যিক ব্যাংক
অভ্যন্তরীণ বাণিজ্যিক ব্যাংক
উন্নয়ন ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক
12. পণ্য সামগ্রী উৎপাদন বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জনে নিয়োজিত মানুষের সকল কর্ম প্রচেষ্টাকে বলা হয়-
ব্যবসায়
বাণিজ্য
শিল্প
বিনিময়
13. কোনটি ব্যবসায়ের কার্যাবলী নয় ?
উৎপাদন
ভালবাসা
অর্থ সংস্থান
ঝুঁকি গ্রহন
14. ব্যবসায়ের সামাজিক পরিবেশের অন্তর্ভূক্ত বিষয় কোনটি ?
মুলধন
আন্তর্জাতিক সম্পর্ক
বাণিজ্যিক আইন
সঞ্চয়
15. বাংলাদেশের বর্তমানে কত সালের কোম্পানী আইন অনুযায়ী কোম্পানী গঠন ও পরিচালনা করতে হয় ?
১৯১৩
১৯২৩
১৯৯৪
১৯৯৬
16. কোম্পানীর পরিচালকের সংখ্যা , তাদের নিয়োগ ও নির্বাচন পদ্ধতি উল্লেখ থাকে ?
স্মারকলিপিতে
পরিমেল নিয়মাবলীতে
বিবরণপত্রে
নিবন্ধনপত্রে
17. কোনটি ব্যবসায়ের দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের উৎস নয় ?
শেয়ার বিক্রয়
বিল বাট্রাকরণ
সঞ্চিতি তহবিল
অবলেখক
18. কোনটি বাজারজাতকরণের প্রধান লক্ষ্য ?
মুনাফা অর্জন
পণ্য উন্নয়ন
ভোক্তার সন্তুষ্টি
নতুন বাজার সৃষ্টি
19. বৈদেশিক বিনিময় বিলের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয় ?
এটি ৩ কপি তৈরি করতে হয়
বৈদেশিক মুদ্রায় পরিশোধ্য
স্ট্যাম্পের ব্যবহার বাধ্যতামূলক
স্বীকৃতির তারিখ থেকে মেয়াদ হিসাব করতে হয়
20. সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হল
নোট ইস্যুকরণ
তহবিল সংরক্ষণ
রাজস্ব সংগ্রহ
নিকাশ ঘর
21. কোনটি বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ের নীতি নয় ?
তারল্য
নিরাপত্তা
ঋণ নিয়ন্ত্রণ
মুনাফা অর্জন
22. চেকে দাগ কাটার মূল উদ্দেশ্য হচ্ছে-
অধিক নিরাপত্তা বিধান করা
প্রকৃত মালিককে টাকা প্রদান নিশ্চিত করা
চুরি, জালিয়াতি ও প্রতারণা বন্ধ করা
উপরোক্ত সবগুলো
23. সংগঠনের ব্যবস্থাপনার স্তর থাকে সাধারণতঃ
২টি
৩টি
৪টি
৫টি
24. ক্ষমতা প্রয়োগের ধরণ অনুসারে নেতৃত্ব হয় সাধারণতঃ স্বৈরতান্ত্রিক , অংশ গ্রহণ মূলক ও –
ইতিবাচক
আনুষ্ঠানিক
লাগামহীন
কোনটিই নয়
25. নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে-
পরিকল্পনা
সংগঠন
নির্দেশনা
প্রেষণা