মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১১
Auditor under the Superintendent of Auditors and Regulator Job exam Question and Solution 2011
পরীক্ষার তারিখঃ ৩০.১২.২০১১
Exam Date: 30.12.2011
বাংলা অংশ
১. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা-
হায়াত মাহমুদ
বাহরাম খান
আলাওল
শেররাজ
২. বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
১৮৩৯ সালে
১৭৮০ সালে
১৮৩৩ সালে
১৮২৯ সালে
৩. সনন্দ করা ছদ্মনাম?
প্রমথ চৌধুরী
রাজশেখর বসু
বঙ্কিমচন্দ্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
৪. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
বাক্যতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
শব্দতত্ত্ব
অর্থতত্ত্ব
৫. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে
একটি প্লাবনভূমি
একটি খেলার মাট
বঙ্গোসাগরের একটি খাদের নাম
ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
৬. প্রসূন-এর প্রতিশব্দ হলো-
ভ্রমর
পল্লী
ফল
পুষ্প
৭. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
সমাজ
পানি
নদী
মিছিল
৮. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি?
কাহিনীর সরলতা ও জটিলতায়
দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
জীবানানুভূতির গভীরতায়
ভাষার প্রকারভেদে
৯. প্রভাতে-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
কৃষ্ণচন্দ্র মজুমদার
কালি প্রসন্ন সিংহ
কালীপ্রসন্ন ঘোষ
এস ওয়াজেদ আলী
১০. ”ইচ্ছা” বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-
ইচ্ছুক
ইচ্ছাময়
ঐচ্ছিক
অনিচ্ছা
১১. শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ এক বিন্দু দিলে শিশির-এ অংশটুকুর প্রতিপাদ্য হলো-
প্রত্যুতপ্রকার
প্রতিদান
অকৃতজ্ঞতা
অসহিষ্ণুতা
১২. শশাংক শব্দের অর্থ কি?
খরগোশ
সমুদ্র
চন্দ্র
কপাল
১৩. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
বিষাদ সিন্দু
বাঁধন হারা
১৪. ”ক্ষুধিত পাষান” কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
১৫. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি ?
৮টি
১০টি
৯টি
৭টি
১৬. ”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?
আবুল ফজল
হুমায়ুন কবীর
আবুল হুসেন
কাজী আব্দুল ওদুদ
১৭. ”যা বলা হয়নি” -এর বাক্য সংকোচন কোনটি?
অউক্ত
অব্যক্ত
অনুক্ত
নিরবক্ত
১৮. ”ধরি মাছ না ছুঁই পানি” -এটি কি?
খনার বচন
প্রবাদ বাক্য
কবিতার চরণ
বাগধারা
১৯. ”মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” -কে লিখেছেন?
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
অতুল প্রসাদ সেন
কামিনী রায়
২০. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
ঘরে-বাইরে
রাজা
ডাকঘর
২১. ”ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
একাদশে বৃহস্পতি
অন্ধকার দেখা
কেউকেটা
ইংরেজী অংশ
1. “Come in, my friend”, said I বাক্যের সঠিক indirect speech :
Addressing him as my friend, I told him to go in
Addressing him as my friend, he said him to go in
Addressing him as my friend, I have said him to go in
Addressing him as my friend, I asked him to go in
2. He said, “What a pity!” বাক্যের সঠিক Indirect speech:
He explained that it was a great pity.
He said that it was great pity.
He explained that it is great pity.
He explained that it is great pity.
3. My uncle looks after me বাক্যের সঠিক passive form-
I am looked after by my uncle
I was looked after by my uncle
I am look after by my uncle
I am being looked after by my uncle
4. “Utilize” শব্দটির Synonym হচ্ছে :
Employ
Diseard
Discharge
Reject
5. The jury found the prisoner guilty, এখানে jury কোন প্রকারের Noun?
Collective
Proper
Common
Abstract
6. ”লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজি অনুবাদ কোনটি?
Greed leading to sin and to death.
Greed leads to sin and to death.
Greed leads to sin and sin to death.
Greed leading to sin and sin to death.
7. বাঁশের পাতাগুলো কাঁপছে -এর সঠিক ইংরেজি হল:
The leave the bamboo was trembling
The leave of the bamboo were trembling
The leave the bamboo were trembling
The leaves of the bamboo were trembling
8. বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয় -এর সঠিক ইংরেজি হল:
Book introduce to the best society
Book s introduce to the best society
The books introduce to the best society
Books introduce us to the best society
9. English (to speak) in many parts of the world.
English is spoken in many parts of the world.
The English is spoken in many parts of the world.
English is being spoken in many parts of the world.
English is being spoken in many parts of the world.
10. Aref told us that he had waited an hour বাক্যের direct speech হবে
Aref said to us, ‘I have been waiting an hour’
Aref said to us,’I waited an hour’
Aref said to us,’I had to wait an hour’
Aref said to us,’I have waited an hour’
11. He told all about the battle এখানে About শব্দটি
Preposition
Pronoun
Adjective
Adverb
12. He sleeps a sound sleep, এখানে Sound শব্দটি
Adjective
Noun
Pronoun
Adverb
13. Some children were helping the wounded man এর Passive form হবে
The wounded man was being helped by some children
The wounded man was helped by some children
The wounded man was helping some children
The wounded man was to be helped by some children
14. Sherloc Homes detective stories were written by-
Sir Arther Conan Doyle
G.K. Cherterton
Edgar Alan Poe
John Galsworthy
15. Which of the following phrases means “to attack”?
Set upon
Set in
Set off
Set up
গণিত অংশ
১. কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০% , উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলে?
১০%
১৫%
১২%
১১%
২. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
৪ গুণ
১৬ গুণ
৮ গুণ
২ গুণ
৩. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৪২ বর্গমিটার
৩৬ বর্গমিটার
৪৮ বর্গমিটার
৫০ বর্গমিটার
৪. ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
৬১
৬.১
৭০
৩৪.৩
৫. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
৫৮০
৫৮৫
৫৭৫
৫৭০
৬. ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকরা ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
৩৬.৮ বর্গফুট
২৮ বর্গফুট
৪৯.৬ বর্গফুট
৪৪ বর্গফুট
৭. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত ?
১১২, ১৪৮
১০৮, ১৪৪
১৪৪, ২০৪
১৪৪, ২০৮
৮. একজন দোকানদার শতকরা ৭.৫০ ভাগ ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটি ক্রয়মূল্য শতকরা ১০ ভাগ কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার শতকরা ২০ ভাগ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৪০০ টাকা
১০০ টাকা
২০০ টাকা
৩০০ টাকা
৯. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
১২ গজ
১০ গজ
১৪ গজ
৭ গজ
১০. দু’ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে?
২২ দিনে
২০ দিনে
২৪ দিনে
২৬ দিনে
১১. পরস্পর স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
a+b+c
c+a-b
b+c-a
a-b+c
১২. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪০ মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
১০ মিটার
৩০ মিটার
২০ মিটার
২৫ মিটার
১৩. ৬৪ কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ শতকরা ২৫ ভাগ। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ শতকরা ৪০ ভাগ হবে?
৯.৬ কেজি
৫৬ কেজি
১১ কেজি
৪৮ কেজি
১৪. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
৪৭
২৫
৩৬
১৪
১৫. যদি ১৫টি কলমের দাম ৪৬.৫ টাকা হয় তাহলে ২টি কলমের দাম কত?
১০ টাকা
৪.৫ টাকা
৬.২ টাকা
১২ টাকা
সাধারণ জ্ঞান অংশ
১. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
১৬ ডিসেম্বর ১৯৭৯
২৬ ডিসেম্বর ১৯৭৯
১ জানুয়ারি ১৯৮০
২১ ফেব্রুয়ারি ১৯৮০
২. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীর প্রতীক” উপাধি লাভ করে কতজন?
৭ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন
৩. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
অষ্টম শতাব্দী
দশম শতাব্দী
দ্বাদশ শতাব্দী
ত্রয়োদশ শতাব্দী
৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
অধ্যাপক ইউসুফ আলী
কামরুজ্জামান
তাজউদ্দীন আহমেদ
ক্যাপ্টেন মনসুর আলী
৫. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
১৯৫২ সালের ভাষা আন্দোলন
১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৬. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
৭. কয়জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়?
৫ জন
৬ জন
৭ জন
১১ জন
৮. দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে?
৩০%
৬০%
৪০%
৩৯%
৯. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
রাষ্ট্রপতি
স্পীকার
প্রধানমন্ত্রী
চীফ হুইপ
১০. ”ভিক্টোরিয়া ক্রস” কোন দেশের সর্বোচ্চ খেতাব?
কানাডা
ব্রিটেন
অস্ট্রেলিয়া
ফিজি
১১. IMF -এর পূর্ণরূপ কি?
International Muslim Federation
International Monetary Fund
International Monetary Foundation
Islamic Monetary Fund
১২. ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে?
১৯৯৭
১৯৯৮
২০০০
১৯৯৯
১৩. সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার কোন দেশে?
ভারতে
পাকিস্তানে
শ্রীলংকায়
নেপালে
১৪. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
৩০তম
৩২তম
৩৪তম
৩৬তম
১৫. ২০১০ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
নয়াদিল্লী (ভারত)
বেইজিং (চীন)
মেলবার্ন (অস্ট্রেলিয়া)
টোকিও (জাপান)
১৬. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
পক প্রণালী
জিব্রাল্টার প্রণালী
ফ্লোরিডা প্রণালী
বেরিং প্রণালী
১৭. পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
নরওয়ে
জাপান
স্পেন
অস্ট্রেলিয়া
১৮. জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
১৯৪৭
১৯৪৮
১৯৪৯
১৯৫০
১৯. বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
বিটিটিবি
বিটিসিসি
বিটিসিএল
বিটিআরসি
২০. বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
৩টি
৫টি
১টি
২টি
২১. শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে
চোখে
সেরিব্রাল কর্টেক্সে
মনে
অস্থিতে
২২. সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি ?
জেনারেটর
বৈদ্যুতিক মোটর
ডায়মন্ড
রকেট ইঞ্জিন
২৩. দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য-
নীল
লাল
সবুজ
বেগুনী
২৪. প্রিজমে পতিত আলো সাধারনত-
প্রতিফলিত হয়
বিকরিত হয় না
বিকরিত হয়
প্রতিসরিত হয়
২৫. রক্ত আমাশয়ের জীবাণুর নাম-
ছত্রাক
সিলেগাসনি
ব্যাকটেরিয়া
ভাইরাস
২৬. নিচের কোনটিকে “সবুজগ্রহ” বলা হয়?
প্লুটো
নেপচুন
ইউরেনাস
বুধ
২৭. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র-
ব্যারোমিটার
সিসমোগ্রাফ
ম্যানোমিটার
গ্যাসকোমিটার
২৮. ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
ওয়ার্ডপ্রসেসিং
প্রোগ্রামিং
ডাটাবেস
কোনোটিই নয়
২৯. বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
মায়োসিন যুগের
প্লাইস্টোসিন যুগের
টারশিয়ারী যুগের
ডেবোনিয়াস যুগের