কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (CGDF) অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (CGDF) অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।
Office of the Controller General Defense Finance (CGDF) Office Assistant Exam Question and Solution 2021.
Exam Date: 31/12/2021

গণিত অংশের সমাধানঃ

১. A ও B যথাক্রমে 42 ও 70 এর সকল গুণণীয়কের সেট হলে A∩B=? উত্তরঃ {1, 2, 7, 14}

২. a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ca = কত ? উত্তরঃ 71

৩. নিচের কোন উক্তিটি সত্য নয়? উত্তরঃ একটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির দ্বিগুণ দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয় [সঠিক তথ্য হচ্ছে- একটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির সমান দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয়]

৪. একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত্ত ২০০০০০ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক ১২ হলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? উত্তরঃ ২২৪৭২০ টাকা

৫. ২০ মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে মুড়তে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? উত্তরঃ ২০ মিটার

৬. ফিবোনাচ্চি সিরিজের সপ্তম পদ কোনটি? উত্তরঃ ৮

৭. একটি রম্বসের কর্ণদ্বয় ৬ সে.মি এবং ৮ সে.মি হলে এর বাহুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৫ সে.মি

৮. তামা,দস্তা ও রুপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো।ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১:২ এবংদস্তা ও রুপার অনুপাত ৩:৫। ৩৮ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে? উত্তরঃ ২০ গ্রাম

৯. একজন ডিম বিক্রেতা প্রতিডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে? উত্তরঃ ৯৮ টাকা

১০. একটি বাস ঘণ্টায় ২৫ কি.মি বেগে গাবতলী হতে আরিচা পৌঁছালো। আবার বাস ঘণ্টায় ৩০ কি.মি বেগে আরিচা হতে গাবতলী ফিরে এল। যাতায়াতে বাসটি সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগালো। গাবতলী হতে আরিচার দূরত্ব কত?

১১. একটি ত্রিভুজের দুই বাহু যথাক্রমে ৫ ও ৪ সে.মি। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি হতে পারে? উত্তরঃ এটার উত্তর ৩ হওয়ার কথা। কিন্তু অপশন অনুসারে ৯ সে.মি দেওয়া যায়।

১২. নিচের কোন উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই অঙ্কন করা যায়? উত্তরঃ

১৩. নিচের কোন ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সর্বসম হয় না?

উত্তরঃ উভয় ত্রিভুজের তিন কোণ সমান হলে

১৫. একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার এবং মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?

(ক) ৫ ঘণ্টা ২০ মিনিট (খ) ৬ ঘণ্টা ২০ মিনিট

(গ) ৭ ঘণ্টা ৩০ মিনিট (ঘ) ৬ ঘণ্টা ৩০ মিনিট

উত্তরঃ (ক) ৫ ঘণ্টা ২০ মিনিট

বাংলা অংশের সমাধানঃ

১৬। “আরোহণ’ এর বিপরীতর্থক শব্দ কোনটি?

(ক) অবরোহণ (খ) সংশ্লেষণ (গ) বিসর্জন (ঘ) বহির্গমন

উত্তরঃ (ক) অবরোহণ

১৭। “প্রকৃত” এর সমার্থক শব্দ কোনটি?

(ক) প্রকৃত (খ) স্বাভাবিক (গ) যথার্থ (ঘ) বেমানান

উত্তরঃ (গ) যথার্থ

১৮। “ভাইয়ে ভাইয়ে বেশ মিল” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ১মা (খ) কর্তায় ২য়া (গ) কর্তায় ৭মী (ঘ) কর্মে ২য়া

উত্তরঃ কর্তায় ৭মী

১৯। “মিথ্যাবাদীকে কেউ ভালোবাসো না” কোন ধরণের বাক্য?

(ক) যৌগিক (খ) সরল (গ) জটিল (ঘ) মিশ্র

উত্তরঃ (খ) সরল

২০। “নুপুরের ধ্বনি” এক কথায় কি বলে?

(ক) শিঞ্জন (খ) কুমকুম (গ) অংকার (ঘ) নিক্কণ

উত্তরঃ (ঘ) নিক্কণ

২১। “চাঁদের হাট” কথাটির অর্থ কি?

(ক) আনন্দের প্রাচুর্য (খ) কচিকাচাঁচার মেলা (গ) পূর্ণিমা রাত (ঘ) জ্যোৎস্না

উত্তরঃ (ক) আনন্দের প্রাচুর্য

২২। Chancellor এর পরিভাষা কোনটি? উত্তরঃ আচার্য

২৩। “বঙ্গদর্শন” পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৪। “মরমি” কবি কে? উত্তরঃ হাসন রাজা

২৫। “কপিলা” কোন উপন্যাসের চরিত্র? উত্তরঃ পদ্মা নদীর মাঝি

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৪৪। জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাস pandemic ঘোষণা করেছে? উত্তরঃ WHO [World Health Organization]

৪৫। মাথাপিছু গ্রিণ হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ কাতার

৪৬। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তরঃ ৩ নং

৪৭। কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকয় অবস্থিত? উত্তরঃ CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)

৪৮। জাতিসংঘের বর্তমান মহাসচীব কোন দেশের নাগরিক? উত্তরঃ পর্তুগাল

৪৯। অটিজম কি? উত্তরঃ বিকাশের সমস্যা

৫০। পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ভারত (১৩তম)

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (CGDF) অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১ 1

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (CGDF) অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১ 2

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!