ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।
Directorate General of Drug Administration (DGDA) Office Assistant Cum Computer Operator Written Exam Question and Solution 2021.
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
তারিখ: 01/10/2021
বাংলা অংশের সমাধান:
১। বাগধারা
কন ভাঙানাে – কুপরামর্শ দেওয়া।
কপাল ফেরা – সৌভাগ্য লাভ।
চশমখাের – নির্লজ্জ।
আঁতে ঘা – মনে কষ্ট পাওয়া ।
অন্ধের যষ্টি – একমাত্র অবলম্বন।
২। এক কথায় প্রকাশ
ক, যার দুই হাত সমান চলে : সব্যসাচী
খ, আকাশে চরে যে: খৈচর
গ, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে : অযত্নসম্ভূত
ঘ. যে নারী প্রিয় কথা বলে : প্রিয়ংবদা
ঙ. ফল পাকলে যে গাছ মরে যায় : ওষধি।
৩। সন্ধিবিচ্ছেদঃ
সংলাপ : সম্ + লাপ
পদ্ধতি : পদ্ + হতি
গায়ক : গৈ + অক।
উচ্ছেদ : উৎ + ছেদ
ষষ্ঠ : ষ + থ
English Question Solution:
5.
a. A child like nothing but sweet.
b. Wasn’t he sincere to his duties?
c. Never tell a lie.
d. I helped a boy who was meritorious.
e. He is too weak to walk.
6. a. For
b. In
c. With
d. To
e. Of
7.
a. Ground
b. Lay
c. Apprehend
d. Record
e. Scatter
8.
a. I got your letter yesterday
b. I prefer death to dishonest
c. The sky is cloudy
d. We had gone on after the rain stopped.
e. Please, let me go
সাধারণ জ্ঞান
১। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? উত্তরঃ Seismometer,
২। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? উত্তর: দক্ষিণ আমেরিকা
৩। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর: ভ্যাটিকান।
৪। অলিম্পিকের আয়ােজক সংস্থার নাম কী?
উত্তর: IOC (International Olympic Committee.)
৫। সৌর মন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর: বৃহস্পতি।
৬। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র
৭। কোন প্রাণি ফুলকার সাহায্যে স্বাস নেয়? উত্তরঃ মাছ।
৮। বাংলাদেশের জাতির পিতার নাম কী? উত্তর: শেখ মুজিবুর রহমান।
৯। ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দ্বায়ী? উত্তর: ক্লোরােফ্লোরাে কার্বন।
১০ প্রাচীন পুন্ডনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড় ।।
১১। ৬ দফা কত সালে পেশ করা হয়? উত্তর: ৭ জুন, ১৯৬৬ ইং।
১২। বৈদ্যুতিক ক্ষমতার একক কী? উত্ত; ওয়াট।
১৩ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর: নীল নদ।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: 1,জুলাই, ১৯২১।
১৫ DGDA এর পূর্ণরূপ লিখুন।
Math Solution:
9. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
সমাধানঃ ধরি, চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার :
চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা
= ২.৫৬ x ১.২৫ x ক।
= ৩,২ ঘনমিটার।
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার :.
৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার।
প্রশ্নমতে,
৩.২ ক = ৮ : ক = ৮/৩,২ = ২.৫ মিটার।
10. একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতাে। ছাগলটির ক্রয় মূল্য কত?
সমাধানঃ ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ ৮) টাকা, বা ৯২ টাকা।
আবার , ৮% লাভে বিক্রয় মূল্য (১০০+৮ ) টাকা, বা ১০৮ টাকা।
বিক্রয় মূল্য বেশি হয় (১০৮৯২) টাকা, বা ১৬টাকা।
বিক্রয় মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
” = ১০০x১৬ টাকা ১০০ * * * * = ১০০x ৮০০/১৬ টাকা।
= ৫০০০ টাকা
Ans: ছাগলটির ক্রয় মূল্য ৫০০০ টাকা।
11. a + b = 3 এবং ab = 2 হল, a^3 + b^3এর মান কত?
সমাধানঃ দেওয়া আছে, a + b = 3
এবং ab =2
প্রদত্ত রাশি = a^3 + b^3
=3-3.2.3 [মান বসিয়ে]
=27-18