দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) পদে নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM)

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) পদে নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২।
Department Of Disaster Management Wireless Operator Written Exam Question and Ans 2022.
Exam Date: 11/02/2022

উত্তর দেখুন নিচের অংশেঃ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) পদে নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

ওয়্যারলেস অপারেটর লিখিত প্রশ্নের সমাধান (বাংলা)

১। অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) ভিজে বিড়াল- কপটচারীঃ আজকাল সমাজে রহিমের মত ভিজে বিড়ালের অভাব নেই যিনি অল্প কথাতেই স্বার্থসিদ্ধি করতে পারেন।
(খ) ননীর পুতুল- আদরের সন্তান বা শ্রমবিমুখঃ ননীর পুতুল হলে জীবনে উন্নতি লাভ করা যায়না।
(গ) ভেক ধরা- ছদ্মবেশ ধারণঃ দুষ্মন্ত রাজা ভেক ধরে জনগণের মাঝে প্রবেশ করলেন।
(ঘ) অংকুশ তাড়না- অন্তর্গত আঘাতঃ রহিম আমাকে অংকুশ তাড়িয়েছিলেন তাই আমি তাকে পছন্দ করিনা।
(ঙ) চক্ষু দান করা- চুরি করাঃ চক্ষু দান করে ধনী হলে গুনাহ হয়।

২। ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:

(ক) অজ্ঞানঃ নাই জ্ঞান যার- নঞ বহুব্রীহি সমাস।
(খ) নীল পদ্মঃ নীল পদ্ম যার- বহুব্রীহি সমাস।
(গ) টক মিষ্টিঃ টক ও মিষ্টি- দ্বন্দ্ব সমাস
(ঘ) কবিগুরুঃ কবির গুরু- ষষ্ঠী তৎপুরুষ সমাস।
(ঙ) উপজেলাঃ জেলার সমীপে- অব্যয়ীভাব সমাস।

৩। এক কথায় প্রকাশ করুন:
(ক) ঐতিহাসিক কালের পূর্ববর্তী- প্রাগৈতিহাসিক
(খ) সবার অজ্ঞাতে লুকানো ধন- গুপ্তধন
(গ) মনুষ্য জাতির কল্যাণ- লোকহিত
(ঘ) তীর নিক্ষেপে ওস্তাদ- তীরন্দাজ
(ঙ) কর দিতে হয়না যে জাতির- নিষ্কর

৪। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
(ক) গাড়ি স্টেশন ছাড়ল- অপাদান কারকে শূন্য বিভক্তি
(খ) হৃদয় আমার নাচেরে আজিকে- অধিকরণ কারকে শূন্য বিভক্তি
(গ) তিনি ব্যাকরণে পন্ডিত- অধিকরণ কারকে শূন্য বিভক্তি
(ঘ) মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন- করণ কারকে তৃতীয়া বিভক্তি
(ঙ) জিজ্ঞাসিবে জনে জনে- কর্ম কারকে ৭মী বিভক্তি

ওয়্যারলেস অপারেটর লিখিত প্রশ্নের সমাধান (ইংরেজি)

৫। Translate into English:

বাংলাদেশ এখন এক স্বাধীন দেশ। বিগত পঁচিশ বছর তাকে প্রচুর দুঃখ ভোগ করতে হয়েছে। এখন তার দুঃখের দিন শেষ হল এবং সে বিরাট অগ্রগতির এক নতুন যুগে পদার্পন করেছে। সোনার বাংলা আবার সুখ, সম্পদ ও প্রাচুর্যে ভরে উঠবে।
Bangladesh is now an independent country. The last twenty-five years he has had to suffer a lot. Now her sad days are over and she has entered a new era of great progress. The Bengal of Gold will again be filled with happiness, wealth and abundance.

৬। Use of right form of verbs:

(a) Many a boy (to be) present in class.
>is
(b) I (finish) reading the book before he comes.
>have finished
(c) (Child) like sweets.
>children
(d) I (live) here since 1980.
>have been living
(e) The boy fell down while he
(run).
>ran

৭। Fill in the blanks with appropriate preposition:

(a) I write —a pen.
>with/by
(b) The boy fell —- the tree.
>into
(c) He died —–over eating.
>from
(d) Several rivers are tributary—–the Ganges.
>of
(e) I derived much pleasure—– his
company.
>with

ওয়্যারলেস অপারেটর লিখিত প্রশ্নের সমাধান (গণিত)

৮। একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
ব্যাখ্যা:

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার

“দৈর্ঘ্য = (x × ১১/২) মিটার= ৩x / ২
প্রশ্নমতে, x × ৩x / ২ = ২১৬

=> x ২ = ২১৬ × ২/৩

=> x^2 = √১৪৪

x = ১২

দৈর্ঘ্য = ৩ × ১২ /২ = ১৮ মিটার

পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার
উত্তর- ৬০ মিটার

৯। উৎপাদকে বিশ্লেষণ করুন:

a²-b²+4bc-4c²
=a²-(b²-4bc+4c²)
=a²-{(b²-2.2bc+(2c)^2}
=a²-(b-2c)^2
=(a+b-2c) (a-b+2c)— ans

১০। সরল করুন:

2x/a-b-x/b-a
= 2x(b-a)-x(a-b)/(a-b) (b-a)
= 2bx-2ax-ax+bx/(a-b)(b-a)
= 3bx-3ax/(a-b)(b-a)
= 3x(b-a)/(a-b)(b-a)
= 3x/(a-b).. Ans

ওয়্যারলেস অপারেটর লিখিত প্রশ্নের সমাধান (সাধারণ জ্ঞান)

১১। সংক্ষেপে উত্তর দিন:

(ক) ‘বসেইতো আছ, লেখ তোমার জীবন কাহিনী’-এ কথাটি বঙ্গবন্ধুকে কে বলেছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব
(খ) ১৯৪৮ সালের কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালিত হয়?
উত্তরঃ ১১ই মার্চ
(গ) কারাগারের রোজনামচা ‘আব্বার বাড়ি’ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তরঃ কারাগার
(ঘ) বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে?
উত্তরঃ ডঃ শিরিন শারমিন চৌধুরী
(ঙ) সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কি বলে?
উত্তরঃ বেসরকারি বিল
(চ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
উত্তরঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এক প্রকার সিমুলেশন যা মেশিনে মানুষের মত করে কোন কিছু চিন্তা এবং জটিল সমস্যা সমাধান করে থাকে। এটি একই সাথে নতুন কিছু শিখতে পারে, এবং ঐ লব্দ জ্ঞান ব্যবহার করে পরবর্তী সমস্যা সমাধানে ব্যবহার করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাধারণ বিহেভিয়ার কে ‘বুদ্ধিমত্তা’ হিসেবে বিবেচিত করা হয়।
(ছ) google.com এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।
(জ) পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
উত্তরঃ আহ্নিক গতির কারণে।
(ঝ) তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তরঃ লাউডস্পিকার
(ঞ) ভূমিকম্প নির্ণায়কযন্ত্রের নাম কী?
উত্তরঃ সিসমোগ্রাফ
(ট) রাডারে যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার কী?
উত্তরঃ মাইক্রোওয়েভ
(ঠ) NWD-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Nation Wide Dialing.
(ড) ক্লোরো ফ্লোরো কার্বনের সবচেয়ে ক্ষতিকারক দিক কী?
উত্তরঃ বাস্তু তন্ত্র (Ecosystem) ও জীববৈচিত্র সহ বিভিন্ন প্রাণি ও মানুষের উপড় এর মারাত্মক খারাপ প্রভাব পড়বে।সাম্প্রতিক পর্যবেক্ষণে বর্তমান নিঃসরণ হার ২০৩৬ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ২ °C (ডিগ্রী সেলসিয়াস) পর্যন্ত বাড়তে পারে।
(ঢ) উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উত্তরঃ ভানু আথাইয়া ১৯৮২ সালে (ভারত)
(ণ) White Gold কী?
উত্তরঃ চিংড়ী সম্পদ।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!