প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর অফিস করণিক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর অফিস করণিক পদের পরীক্ষার লিখিত প্রশ্নের সমাধান।
Office of the Chief Administrative Officer Office Clerk Written Exam Question and Solution
পদের নামঃ অফিস করণিক [Office Clerk]

বাংলা অংশ সমাধানঃ

১. সন্ধি বিচ্ছেদ করুন।

অত্যন্ত = অতি + অন্ত

ইত্যাদি = ইতি + আদি

প্রত্যুষ = প্রতি + ঊষ

স্বল্প = সু + অল্প

অন্বেষণ = অনু + এষণ

২. বাগধারা গুলোর অর্থ লিখুন।

অগ্নিশর্মা = ক্ষিপ্ত

আদায় কাঁচকলায় = ভীষণ শত্রুতা

ইতর বিশেষ = পার্থক্য

উত্তম-মধ্যম = প্রহার

কথার কথা = গুরুত্বহীন কথা

৩. এক কথায় প্রকাশ করুন।

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি

মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু

যা নিবারন করা কষ্টকর = দুর্নিবার

‍যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

যা পুর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব

৪. বিপরীত শব্দ লিখুন।

বাদী = বিবাদী

অগ্র = পশ্চাৎ

অনুকূল = উপকূল

অনুরাগ = বিরাগ

গরিষ্ঠ = লঘিষ্ঠ

৫. বানান শুদ্ধ করে লিখুন।

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

সমিচিন = সমীচীন

দন্দ = দ্বন্দ্ব

চাকরিজিবী = চাকরিজীবী

নুনতম = ন্যূনতম

৬. ভাবসম্প্রসারণ লিখ: ”কৃত্তিমানের মৃত্যু নেই”
নিজেই চেষ্টা করুন।

ইংরেজি অংশ সমাধানঃ

৭. Fill in the gap with appropriate prepositions:

(a) Karim is too weak –walk. উত্তরঃ to

(b) He abides–me. উত্তরঃ by

(c) Suddenly he burst –tears. উত্তরঃ into

(d) He brought a charge –me. উত্তরঃ against

(e) The tiger is fond –meat. উত্তরঃ of

৮. Write the meaning of the following Idioms and phrases:

By book or by crook = যে কোন উপায়ে

Heart and soal = মনে প্রাণে

In the long run. = অবশেষে

Jack of all trades = সর্ব বিষয়ে পন্ডিত

Red letters day = স্মরণীয় দিন

৯. ইংরেজিতে অনুবাদ করুন।

সে নাচতে নাচতে ঢলে গেল = She leaned down to dance.

তিনি গতকাল ঢাকা এসেছেন = He came Dhaka yesterday.

তার ঠান্ডা লেগেছে = She has a cold.

মানুষ মরণশীল = Man is mortal.

ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও = Let the sleeping baby sleep.

১০. Change the gender:

Nephew = Niece

Fox = Vixen

Ram = ewe

Horse = Mare

Bachelor = Spinster

১১. Write a paragraph on “Internet”.

নিজেই চেষ্টা করুন।

গণিত অংশ সমাধানঃ

১২. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।

উত্তরঃ আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%

১৩. কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর?

উত্তরঃ ৩/৫

১৪. উৎপাদকে বিশ্লেষণ কর: a2-2ab + 2b -1

উত্তরঃ (a – b + 1) (a – b – 1)

১৫. সংজ্ঞা লিখুন।

বৃত্ত = একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।

ট্রাপিজিয়াম = যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১৬. পূর্নরূপ লিখুন।

UNHCR = United Nations High Commissioner for Refugees.

BRTC = Bangladesh Road Transport Corporation

SDG = Sustainable Development Goals

RAM = Random Access Memory

ROM = Read-Only Memory

CPU = Central Processing Unit

WWW =World Wide Web

১৭. বাংলাদেশের বিখ্যাত স্থান গুলো কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ

রামসাগর = দিনাজপুর

নীলাচল = বান্দরবান

সাজেক = রাঙামাটি

১৮. নুরুলদীনের সারাজীবন, জন্ম যদি তব বঙ্গে, একাত্তরের ডায়েরী গ্রন্থ ৩টির লেখক এর নাম লেখ?

উত্তরঃ

নুরুলদীনের সারাজীবন = সৈয়দ শামসুল হক

জন্ম যদি তব বঙ্গে = শওকত ওসমান

একাত্তরের ডায়েরী = সুফিয়া কামাল।

১৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলা অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

২০. ব্লু ইকোনমি বলতে কী বোঝো? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

২১. ডেঙ্গু রোগ হলে রক্তের কোন উপাদান কমে যায়? ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী?

উত্তরঃ ডেঙ্গু রোগ হলে রক্তের প্লাটিলেট (অনুচক্রিয়া) কমে যায়। ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী।

২২. বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি

উত্তরঃ বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে ৩ টি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি।

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর পরীক্ষার লিখিত প্রশ্নের সমাধান

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!