পল্লী সঞ্চয় ব্যাংক এর ক্যাশ সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮

পল্লী সঞ্চয় ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংক এর ক্যাশ সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮

Palli Sanchoy Bank Cash Assistant Recruitment Exam Question and Solution 2018

১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮
২. একই সময়ে- এর সমার্থক- সমসাময়িক
৩. কোন বাগধারাটি ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে- উত্তম-মধ্যম
৪. ৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশ কত মিটার হবে? -৩০ মিটার
৫. বাঘে -মহিষে এক ঘাটে জল খায় – (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?- ব্যতিহার কর্তা
৬. হাতেম তায়ী গ্রন্থটির রচিয়তা- ফররুখ আহমদ
৭. Correct Spelling- Encyclopedia
৮. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?- ২৮ দিন
ব্যাখ্যাঃ
১০ জন লোক অর্ধেক (১/২ অংশ) কাজ করে = ৭ দিনে
১ জন লোক অর্থেক (১/২ অংশ) কাজ করে = ৭*১০ দিনে [যেহেতু মানুষ কমে গেছে, তাই সময় বেশি লাগবে]
১ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = ৭*১০*২ দিনে [যেহেতু কাজ বেড়ে গেছে, তাই সময় বেশি লাগবে]
৫ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = (৭*১০*২)/৫ দিনে [যেহেতু মানুষ বেড়ে গেছে, তাই সময় কম লাগবে]
= ১৪০ / ৫ দিনে
= ২৮ দিনে


৯. কোন বানানটি শুদ্ধ- উন্মীলন
১০. দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ – দ্বীপ+অয়ন
১১. a + b = 4 হলে (a + b)^3= কত?- 64
১২. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়- সৈয়দপুরে
১৩. Analogy- Excite: Clam: Stimulate: Cool down
১৪. Singular number- Physics
১৫. কোনটি অপিনিহিত এর উদাহরণ- আইজ
১৬. মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? -কোষ
১৭. Indirect Narration: He said to me let us go home together. change into indirect speech. – He proposed to me that we should go home together.
১৮. ——man is mortal is universal truth.- That
১৯. অধিত্যকা এর বিপরীত শব্দ- উপত্যকা
২০. যিনি স্মৃতিশাস্ত্র জানেন- স্মার্ত
২১. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?- ডায়নামো
২২. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর- ভিয়েনায়
২৩. ব্যাঘাত এর বিশেষণ- ব্যাহত

২৪. He is — FRCS. – An
২৫. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?- ১৬১০ সালে
২৬. Panic seized the writer. passive form- The writer was seized with panic.
২৭. প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল?- ৮নং থিয়েটার রোড কলকাতা
২৮. He said, Good morning, Mr. Kamal change into indirect speech. – He wished Mr. Kamal good morning.
২৯. ১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর? – ২৬ বছর
৩০. কুশীলব কোন সমাস- দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ কুশীলব = কুশ ও লব
৩১. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি- কাস্পিয়ান সাগর
৩২. বাংলাদেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত- রেডিমেড গার্মেন্টস
৩৩. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? – ১৭৯
৩৪. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত? – ৮০ টাকা
৩৫. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে ? – মুহম্মদ বিন তুঘলক
৩৬. নিচের মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন- বাবর
৩৭. সুর্যগ্রহণ ঘটে তখন, যখন- সূর্য, চাঁদ, ও পৃথিবী একই সরলরেখায় থাকে
৩৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো
৩৯. a+b=7 এবং (a^2+b^2=25 ) হলে ab এর মান কত?- 12

৪০. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের —বলে?- বিপ্রতীপ কোণ
৪১. Forthcoming meaning- Approaching
৪২. I was obliged to do it active voice- Circumstances obliged me to do it.
৪৩. ১০০ টাকার ১/২% কত?- .৫০ টাকা
৪৪. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙ্গামাটি
৪৫. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি ৫০° হলে ৩য় কোণটি কত?- ৮০°
৪৬. 2x^2 -x -3 এর উৎপাদক- (2x -3) (x +1)
৪৭. খেচর কোন সমাস- উপপদ তৎপুরুষ.
৪৮. Choose the correct answer- Each of the three boys got a prize.
৪৯. একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ঃ৫। মোট শিক্ষার্থী ১০৫০ হলে ছাত্র কত?-৬৭৫ জন
৫০. কোনটি বাংলা উপসর্গ- অঘা
৫১. যা কষ্টে নিবারণ করা যায় – দুর্নিবার
৫২. We mean business এর বাংলা অনুবাদ- আমরা ব্যবসা বুঝি
৫৩. কোনটি সার্চ ইঞ্জিন না- আপডেট
৫৪. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়- ৬৮ কেজি
৫৫. অহ্ন শব্দের বিপরীত শব্দ-রাত্রি
৫৬. কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায়- শূন্য
৫৭. ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?- ৫০০০ টাকা
৫৮. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে? – ৬%
৫৯. Incredible meaning- unbelievably
৬০. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন- ষোড়শ লুই
৬১. Your conduct admits —— no excuse. of
৬২. The word respond is a- Verb
৬৩. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা হয়েছে?– ২৮(২) অনুচ্ছেদে
৬৪. Don’t be so impatient ——. I am coming.

৬৫. What kind of noun is discipline- Abstract noun
৬৬. সর্বভুক শব্দের অর্থ কি-আগুন
৬৭. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত?- ১২০ মিটার
৬৮. Government has been entrusted —- elected politicians-to
৬৯. কোন বাক্যটি শুদ্ধ?– আমার কথাই প্রমাণিত হলো
৭০. একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?- ৪৫%

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!