পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০১৬

পিটিআই  ইনস্ট্রাক্টর প্রশ্ন ও উত্তর

 পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর পদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০১৬

PTI Junior Instructor (Physical Training Instructor) Recruitment Exam Question and answers 2016

পরীক্ষার তারিখঃ ১৯.০৮.২০১৬

Exam Date : 19.08.2016

………………………………………………………………………………………………………………………………………………………

বাংলা অংশ

 
১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?

ঘাটের কথা

শেষ কথা

শেষের কবিতা

শেষ লেখা

২. মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?

শ্রীকর নন্দী

মাগন ঠাকুর

কবীন্দ্র পরমেশ্বর

মালাধর বসু

৩. ”নজর লাগা” বাগধারার অর্থ কী?

পছন্দ হওয়া

অশুভ দৃষ্টিতে পড়া

মনে ধরা

সুদৃষ্টিতে আসা

৪. চর্যাপদের আবিষ্কার কাল কত?

১৯১০

১৯১২

১৯০৮

১৯০৭

৫. ”ময়ূর”শব্দের সমার্থক শব্দ কোনটি?

পিক

শিখন্ডী

বাজী

মকর

৬. কোন বানানটি শুদ্ধ?

অতিথী

অতীথী

অথিতি

অতিথি

৭. বাংলা সাহিত্যের আদি নিদর্শ কী?

চর্যাপদ

শ্রীকৃষ্ণকীর্তন

শূন্যপূরাণ

নিরঞ্জনের রুম্মা

৮. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

হুতোম প্যাঁচার নকশা

আলালের ঘরের দুলাল

কমলাকান্তের দপ্তর

উদাসীন পথিকের মনের কথা

৯. ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?

বায়ান্নর দিনগুলি

ফেব্রুয়ারী ১৯৬৯

একুশে ফেব্রুয়ারি

একুশ মানে মাথা নত না করা

১০. মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে?

দ্বিজ বংশীদাস

বিজয়গুপ্ত

নারায়ণ দেব

বিপ্রদাস পিপিলাই

১১. ”গৃহী” শব্দটির বিপরীত শব্দ লিখুন।

প্রবাসী

পরবাসী

সন্ন্যাসী

গৃহহীন

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?

ক্ষণিকা

মানসী

বলাকা

পূরবী

১৩. ”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক?

কমেডি

প্রহসন

ট্র্যাজিডি

মেলোড্রামা

১৪. অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি?

২টি

৩টি

৪টি

৫টি

১৫. দেশি শব্দের উদাহরণ কোনটি?

গিন্নি

চাঁদ

বৃক্ষ

ডিঙা

১৬. ”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?

মৃত্যুক্ষুধা

চোখের বালি

যোগাযোগ

আলালের ঘরের দুলাল

১৭. ”সওগাত” পত্রিকার সম্পাদক কে?

মুহম্মদ শহীদুল্লাহ

মোহাম্মদ নাসিরউদ্দীন

এস. ওয়াজেদ আলি

মোহাম্মদ লুৎফর রহমান

১৮. ”লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?

বর্মী

মালয়

চীনা

তুর্কি

১৯. বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?

মেঘনাদবধ কাব্য

বৃত্রসংহার

কুরুক্ষেত্র

মহাশ্মশান

২০. কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” কোন ধরনের গ্রন্থ?

উপন্যাস

নাটক

কাব্য

প্রবন্ধ

২১. মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক?

ট্র্যাজিডি

মেলোড্রামা

কমেডি

ফার্স

২২. ”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?

রশীদ হায়দার

জাহানারা ইমাম

এম. আর আখতার মুকুল

সেলিনা হোসেন

২৩. ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?

চিঠি

দন্ডকারণ্য

রক্তাক্ত প্রান্তর

কবর

২৪. পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কত খ্রি.?

১৮৯৯

১৯০৩

১৯১৩

১৯১৮

২৫. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

চিত্রা

জীবনদেবতা

সোনারতরী

নিরুদ্দেশ যাত্রা

ইংরেজী অংশ 

1. The practice of keeping one wife or husband is called–

Monogamy

Polygamy

Polyandry

Paramour

2. I am not good — translations.

in

at

about

with

3. Which one is abstract noun?

Friend

Manhood

Flute

Anwar

4. What is the passive voice of “Who is calling me?

by whom am I called?

By whom I am called?

By whom am I being called?

By whom was i being called?

5. The phrase “At a stretch” means—

Irregularly

Without break

Decaying

Long way

6. Which one is correctly spelt?

bureaucrat

Burocrt

Bureaucrate

Bureaucrt

7. Paradise lost is an epic written by–

William Shakespeare

John Dryden

John Donne

John Milton

8. Choose the correct : Let’s go out tonight, —?”

shall we

will we

don’t we

shan’t we

9. He takes after his father. here “after” is a/an–

adverb

preposition

adjective

conjunction

10. “To Daffodils” is poem written by—-

Willam Wordsworth

Robert Browning

Robert Herrick

George Herbert

 

11. What is CV?

Curriculum Vita

Curiculum Vitae

Curriculum Vitae

Curricular Vitea

12. What does the term “amplification” mean?

Description in short

Summary

Enlargement

Main theme

13. “Can I get you a cup of coffee?” is a/an—

proposal

offer

invitation

request

14. The term “Report” has been taken from—

Reportere

Reportare

Reportera

Reportia

15. Can I bank on your help? Here “bank” on is a —-

phrase

verb

verbphrase

phrasal verb

16. “Tell her to switch off all the lights before she —-.”

should leave

leaves

left

will leave

17. Fill in the blank : He is dedicated — his job.

for

on

about

to

18. Which one of the following is not the synonym of the word “Barren”?

sterile

bleak

unproductive

fertile

19. Fill in the blank : Please stop before you — into trouble.

are getting

will get

get

would get

20. He is debarred form —- the examination.

taking

sitting

appearing

facing

 

21. which word is both a noun and a verb?

advice

belief

pretend

brush

22. It is the fashion of the past. here “fashion” is —

a verb

a noun

an adjective

an adverb

23. Telling stories is a beautiful ——

process

art

system

method

24. Choose the correct one to fill in the gap : You —- be punctual.

would

ought

ought to

shall

25. Fill in the blank : I don’t mind —- late, if it will help at all.

work

to work

working

to have worked

গণিত অংশ

১. ২, ৩, ৪, ১১, ১৮ ….. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

২৩

২৫

২৭

২৯

২. একটি ছাতা ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকা বিক্রয় করলে লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?

৪২ টাকা

৫৪ টাকা

৩৬ টাকা

৪৮ টাকা

৩. পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে তাদের যোগফল কত

১০

১৮

২২

২৪

৪. ৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

১১৫৬ বর্গমিটার

১১৬৫ বর্গমিটার

১০৬৫ বর্গমিটার

৭৩৬ বর্গমিটার

৫. কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

৫ জনকে

২৫ জনকে

১৫ জনকে

১০ জনকে

৬. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?

২০০

৩০০

১০০

৪০০

সাধারন জ্ঞান অংশ

১. পলাশীর যুদ্ধ কত সালে হয়?

১৭৬৫

১৭৫৭

১৮৫৭

১৭৬০

২. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্টীয় খেতাব কোনটি?

বীর উত্তম

বীর বিক্রম

বীরশ্রেষ্ঠ

বীর প্রতীক

৩. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?

২৫

৩০

৪৫

৫০

৪. বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?

গোমতি

মহানন্দা

কর্ণফুলী

হালদা

৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

রাজশাহী

মেহেরপুর

নাটোর

বগুড়া

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?

স্যার এফ রহমান

ড. মাহমুদ হাসান

ড. আর সি মজুমদার

বিচারপতি মোঃ ইব্রাহিম

৭. বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?

দক্ষিণ এশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়া

পূর্ব এশিয়া

মধ্য এশিয়া

৮. পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি?

চাকমা

মারমা

তঞ্চঙ্গা

সাঁওতাল

৯. আরজ আলী মাতুব্বর কে ছিলেন?

দার্শনিক

বৈজ্ঞানিক

কবি

সাহিত্যিক

১০. নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

হাছন রাজা

লালন ফকির

 

১১. Social Capital কী?

Trust, Norms, Network

Network

Trust, Norms

Trust

১২. কোন অঞ্চলে High Diversity Index থাকে?

পাহাড়ি ভূমি

সমতল ভূমি

জলাভূমি

কৃষিভূমি

১৩. বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস—

৮ মে

১ মে

১৭ মে

৩১ মে

১৪. আমাজন অঞ্চল কোথায়?

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আমেরিকা

পূর্ব ইউরোপ

দক্ষিণ এশিয়া

১৫. Objective Knowledge কী?

ব্যক্তির জ্ঞান

ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান

প্রাকৃতিক জ্ঞান

কোনোটাই নয়

১৬. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?

৫ জুন ২০১৫

৬ জুন ২০১৫

৭ জুন ২০১৫

৮ জুন ২০১৫

১৭. ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?

এশিয়া ও আফ্রিকা

ইউরোপ ও আফ্রিকা

এশিয়া ও ইউরোপ

উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা

১৮. কোন দেশ ন্যাটোর সদস্য নয়?

হাঙ্গেরী

পোল্যান্ড

অস্ট্রিয়া

স্পেন

১৯. উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি?

ইয়োনহ্যান

কে. সিএনএন

ফার্ম

তাস

২০. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

সাধারণ পরিষদের

স্থায়ী সদস্যদের

নিরাপত্তা পরিষদের

ইউএস প্রেসিডেন্টের

২১. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

দুর্ভিক্ষ ও দারিদ্র্য

উন্নয়নের গতিধারা

মাইক্রোক্রেডিট

বৈদেশিক সাহায্য

২২. সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?

২০০৫

২০০৭

২০০৮

২০০৬

২৩. Super-lunar region কি দিয়ে তৈরি?

মাটি, পানি

মাটি, পানি, আগুন

বাতাস, আগুন

ইথার

২৪. Dry Ice কী?

শীলা

জমানো বরফ

ঘনীভূত মেঘ

চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা

২৫. তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?

এক দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে

এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছ

এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে

এক দরজায় বিরাট সাগর, যেখানে কুমীর আছে

 

২৬. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

৯৮.১ ডিগ্রি ফারেনহাইট

৯৮.২ ডিগ্রি ফারেনহাইট

৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট

৯৭.৪ ডিগ্রি ফারেনহাইট

২৭. পানির pH কত?

7.1

7.2

7.3

7.0

২৮. ক্লোরিন গ্যাসের বর্ণ-

পীতাভ সবুজ

সাদা

হালকা বাদামী

বর্ণহীন

২৯. পেনিসিলিন কি?

এক ধরনের অ্যান্টিবায়োটিক

এক ধরনের জীবাণুনাশক

এক ধরনের ভাইরাস

এক ধরনের রঞ্জক পদার্থ

৩০. খাবার লবণের রাসায়নিক নাম কি?

সোডিয়াম আয়োডাইড

পটাসিয়াম ক্লোরাইড

পটাসিয়াম আয়োডাইড

সোডিয়াম ক্লোরাইড

৩১. রঙ্গিন টেলিভিশনে মৌলিক কি কি রং ব্যবহৃত হয়?

সাদা, লাল ও কাল

সাদা, লাল ও নীল

লাল, নীল ও সবুজ

লাল, নীল ও কমলা

৩২. তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি?

প্রোটনের প্রবাহ

নিউট্রনের প্রবাহ

লোহা ও ক্রোমিয়াম প্রবাহ

ইলেক্ট্রনের প্রবাহ

৩৩. পিতল কোন কোন ধাতুর সংকর?

তামা ও জিংক

তামা ও লোহা

লোহা ও ক্রোমিয়াম

জিংক ও লোহা

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!