পিটিআই ইনস্ট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

পিটিআই ইনস্ট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষা

পিটিআই  ইনস্ট্রাক্টর পদে  নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

PTI (Physical Training Instructor) Recruitment Exam Question and answers 2016

পরীক্ষার তারিখঃ ১৫.০৬.২০১৬

Exam Date : 15.06.2016

………………………………………………………………………………………………………………………………………………………

বাংলা অংশ

১. ”যে বিষয়ে কোনো বিতর্ক নেই” — বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?

অপরিণামদর্শী

অবিমৃষ্যকারী

অকাল দর্শী

অবিসংবাদী

২. ”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী?

চুরি করা

সেবা করা

অপরাধ করা

নষ্ট করা

৩. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

বর্ণ

শব্দ

অক্ষর

ধ্বনি

৪. ”বীরবল” ছদ্মনামে কে লিখতেন?

রবীন্দ্রনাথ ঠাকুর

মুনীর চৌধুরী

সমরেশ বসু

প্রমথ চৌধুরী

৫. ”কবর” নাটকের পটভূমি কী?

স্বাধীনতা যুদ্ধ

ভাষা আন্দোলন

পানিপথের যুদ্ধ

দেশভাগ

৬. ”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?

মীর মশাররফ হোসেন

বেগম রোকেয়া

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

৭. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

আরেক ফাল্গুন

জীবন ঘষে আগুন

নন্দিত নরকে

পিঙ্গল আকাশ

৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়?

ডাকঘর

ঝিলিমিলি

বিসর্জন

অচলায়তন

৯. ”চর্যাপদ” কোন ছন্দে লেখা?

মাত্রাবৃত্ত

স্বরবৃত্ত

অক্ষরবৃত্ত

কোনোটিই নয়

১০. ”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন?

রবীন্দ্রনাথ ঠাকুর

জসীমউদ্‌দীন

কাজী নজরুল ইসলাম

ঈশ্বরচন্দ্র গুপ্ত

১১. ”বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ কোনটি?

কলাপী

নীরধি

বিটপী

অবনি

১২. কোনটি ইংরেজী শব্দ?

ম্যাজেন্টা

পিস্তল

আলমারি

টেবিল

১৩. ”শূন্যপূরাণ” রচনা করেছেন—

শ্রীকর নন্দী

রামাই পন্ডিত

বিজয় গুপ্ত

বড়ু চন্ডীদাস

১৪. ”দুধেভাতে উৎপাত” গল্পগ্রন্থের রচয়িতা কে?

শওকত ওসমান

জ্যোতি প্রকাশ দত্ত

আখতারুজ্জামান ইলিয়াস

আবু ইসহাক

১৫. ”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে?

শওকত ওসমান

সৈয়দ ওয়ালীউল্লাহ

আখতারুজ্জামান ইলিয়াস

আবু ইসহাক

১৬. কোনটি শুদ্ধ বানান?

আকাংখা

আকাংখ্যা

আকাঙ্খা

আকাঙক্ষা

১৭. ”চাচা কাহিনীর” লেখক কে?

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ ওয়ালী উল্লাহ

সৈয়দ শামসুল হক

শওকত ওসমান

১৮. ”দিবা রাত্রির কাব্য” কোন ধরনের রচনা?

ভ্রমণকাহিনী

উপন্যাস

রম্যরচনা

নাটক

১৯. মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি?

কৃষ্ণকান্তের উইল

কৃষ্ণকুমারী

পলাশীর যুদ্ধ

ভদ্রার্জুন

২০. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

কবর

চিঠি

মুখরা রমণী বশীকরণ

রক্তাক্ত প্রান্তর

২১. ”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা?

জীবনানন্দ দাশ

অমিয় চক্রবর্তী

বুদ্ধদেব বসু

সুকান্ত ভট্টাচার্য

২২. ”সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

সত্যেন্দ্রনাথ দত্ত

বিহারীলাল

২৩. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?

অগ্নিবীণা

কুহেলিকা

পথের পাঁচালী

দোলন চাঁপা

২৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

বীরল

ভানুসিংহ

কমলাকান্ত

হুতুমপেঁচা

২৫. ইলিয়াড এবং ওডিসি কার লেখা?

হোমার

সক্রেটিস

মিল্টন

ফেরদৌস

২৬. “কালিদাস” কার সভাকবি ছিলেন?

প্রথম চন্দ্রগুপ্ত

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

অশোক

লক্ষণ সেন

২৭. ”আগুনের পরশমণি” চলচ্চিত্র পটভূমি কি?

ভাষা আন্দোলন

মুক্তিযুদ্ধ

দেশভাগ

পলাশীর যুদ্ধ

1. What is the closest meaning of the word “Indignation”?

Humiliation

Anger

Lacking Dignity

Disunity

2. What is the adjective form of leader?

Leadership

Lead

Leaderly

Leading

3. I am looking forward — you.

To seeing

seeing

to see

to have seen

4. “Blockbuster” means—

a large solid piece of stone

a device to cut off of a person’s head as a punishment

something that makes movement difficult

a book or film that is very successful, especially because it is exciting

5. A person who has come to live permanently in a country from his own is called—

an immigrant

an emigrant

a foreigner

a traveller

6. “How do you do”? is

an inquiry about somebody’s health

merely a formal greeting

a formal question when one meets one’s friend

used to know the profession of a person

7. The abbreviation GRE stands for–

General Reading in English

Graduation Reading Examination

Grade Reading Examination

Graduate Record Examination

8. The Good Earth deals with—-

Irish life

English life

Chinese life

Japanese life

9. Which one of these sentences is a compound sentence?

Owing to weakness I cannot walk

As I am weak I cannot walk

I am weak but I can walk

I am too weak too walk

10. A synonym of “resentment” is

fear

indignation

panic

anger

11. What type of noun is “kindness”?

Proper

Common

Abstract

Material

12. The king left —- heir.

the

a

an

two

13. His wife reminded him —

of his appointment

to go his appointment

to his appointment

his appointment

14. Change the verb “lose” into noun.

Lost

Loose

Loss

Losing

15. It’s impolite to break — when someone else is talking

in

on

into

off

16. What do we call a man who controls a game of football?

Captain

Coach

Goalkeeper

Referee

17. Choose the correct spelling?

etiquet

ettiquette

etiquette

etiquete

18. What is meteorology?

to measure with a meter

the scientific study of weather and climate

branch of geography dealing with ocean

the scientific study of a mountain

19. The customer gets what he pays —

off

at

for

from

20. When a writer writes the story of his own life, it is called —

an autobiography

a biography

a diary

a chronology

 

21. The antonym of the word “benign” is—

tenfold

peaceful

blessed

malignant

22. The “Protagonist” means—

the villain in a play

the central figure of a drama

the clown in a play

the stage director of a play

23. “Out and out” means —

not at all

man of outside

to be last

thoroughly

24. No sooner had I reached the station —- the train left.

then

while

than

when

25. “Justice delayed is justice denied” was stated by—

Disreali

Emerson

Gladstone

Shakespeare

26. “All the perfumes of Arabia will not sweeten this little hand” is a quotation form—

Hamlet

Othello

King lear

Macbeth

গণিত অংশ

১. টাকায় ১৫টি করে মার্বেল ক্রয় করে টাকায় ২০টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

৩৩.৩৩%

২৫%

১৮.৩৩%

১২.২৫%

২. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে?

৬১

৩১

৪১

৫১

৩. ২, ৮, ১৮, ৩২– ধারাটির ৫ম পদ হবে-

৪৮

৫০

৫২

৫৬

৪. একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?

2

3

4

6

৫. সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন ৮ বছর সুদে আসলে তিনগুণ হবে?

25%

12.5%

15%

20%

৬. যদি x =y=2x এবং xyz=256 হয় তবে x এর মান কত?

16

12

8

4

৭. পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের তিনগুণ এবং ১০ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?

২৪ বছর

২৭ বছর

৩০ বছর

৩৩ বছর

সাধারন জ্ঞান অংশ

১. আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে—

আলোর প্রতিসরণ

আলোর প্রতিফলন

আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

শব্দের প্রতিফলন

২. ১২তম এসএ গেমসে মহিলা ভারোত্তোলন ইভেন্টসে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ী কে?

মাহফুজা খাতুন শীলা

মাবিয়া আক্তার সীমান্ত

নাদিয়া হোসেইন

সাবিনা খাতুন

৩. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজী নাম–

Parliament of Bangladesh

National Parliament

House of the Nation

None of these

৪. কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়?

১৮ নভেম্বর ১৯৯৯ খ্রি.

১৭ নভেম্বর ১৯৯৯ খ্রি.

১৮ নভেম্বর ১৯৯৮ খ্রি.

২০ নভেম্বর ১৯৯৯ খ্রি.

৫. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

মকরক্রান্তি

কর্কটক্রান্তি

দ্রাঘিমারেখা

নিরক্ষরেখা

৬. নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়?

মূসক

বাণিজ্য শুল্ক

বিদেশীয়দের প্রেরিত অর্থ

আয়কর

৭. ২০১৫ সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার লাভ করেন?

সেভেৎলেনা আকোর্কিয়েভেচ

ইউইউতু

এলিস মানরো

কোনোটিই নয়

৮. বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?

এশিয়া ও ইউরোপ

আফ্রিকা ও ইউরোপ

উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা

এশিয়া ও আমেরিকা

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?

৯ জানুয়ারী ১৯৭২

১৬ ডিসেম্বর ১৯৭২

৮ জানুয়ারি ১৯৭২

১০ জানুয়ারি ১৯৭২

১০. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন?

৫ সেপ্টেম্বর ১৯৭১

৮ এপ্রিল ১৯৭১

১০ ডিসেম্বর ১৯৭১

১৪ ডিসেম্বর ১৯৭১

১১. কবে কোথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয়া হয়?

২৬ মার্চ ১৯৭১ ৩২নং ধানমন্ডির বঙ্গবন্ধুর বাসভবন

১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার বদ্যনাত তলায়

১০ এপ্রিল ১৯৭১ কোলকাতায়

২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে

১২. ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?

১৯৮৪

১৭৭২

১৭৬৬

১৮৫৬

১৩. ”তারাপুরী” কী?

উন্নতজাতের বেগুন

তারকালোক

উন্নজাতের আম

মহাকাশে তারার মেলা

১৪. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

৬২

৮১

৭৭

৩২

১৫. হলিউড কোথায় অবস্থিত?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাজ্যের লন্ডনে

ফ্রান্সের প্যারিসে

ভারতের বোম্বে

১৬. ফিলিস্তিন দেশটি কোন জলবায়ুর অন্তগর্ত?

ভূমধ্যসাগরীয়

উষ্ণ মরুময়

মৌসুমী

শীতল

১৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নের কোন দেশের “ভেটো” ক্ষমতা নেই?

যুক্তরাজ্য

ফ্রান্স

তাইওয়ান

রাশিয়া

১৮. natural Protein -এর কোড নং কী?

Protein-P-49

Protein-P-21

Protein-P-69

Protein-P-19

১৯. কম্পিউটারে RAM কী?

একটি স্থায়ী স্মৃতি

একটি অস্থায়ী শক্তি

Video Phone

একটি ভাইরাস

২০. ভিটামিন-এ এর অভাবে কী রোগ হয়?

ডায়াবেটিস

রাতকানা

গলগন্ড

টিটেনি

 

২১. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–

কমে

বাড়ে

একই থাকে

খুবই কম হয়

২২. সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়—

সোডিয়াম স্টিয়ারেট

গ্লিসারিন

সিলিকন

ইথানল

২৩. কোন যন্ত্রের সাহায্যে ডুবোজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে?

স্টেথোস্কোপ

মাইক্রোস্কোপ

টেলিস্কোপ

পেরিস্কোপ

২৪. Lac Culture–

লাক্ষা চাষ

কোষ ক্লোনিং

বাদাম চাষ

তুঁত চাষ

২৫. মহাবৃত্ত হচ্ছে—

দ্রাঘিমা রেখা

অক্ষরেখা

নিরক্ষরেখা

মধ্যরেখা

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!