কোটা পদ্ধতি সংস্কার এখন সময়ের দাবী

কোটার পদ মেধা তালিকা থেকে পূরণের সিদ্ধান্ত

কোটা পদ্ধতি সংস্কার এখন সময়ের দাবী:আবু জাফর ইলিয়াস

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অভ্যূদয় হয় স্বাধীন বাংলাদেশের।জাতির পিতার সপ্ন ছিল একটি ক্ষুধা দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত একটি জাতি ও সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।স্বাধীনতার দীর্ঘ ৪০ বছরে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের পথে এখন বাংলাদেশ।কিন্তু এখনও দেশের সাধারণ মেধাবীরা বৈষম্যের স্বীকার হচ্ছে।তাদের জন্য একটি বড় ভোগান্তি হলো বিদ্যমান কোটাপ্রথা।বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ নি‌য়োগ হচ্ছে কোটার ভি‌ত্তি‌তে। অার ৪৪ শতাংশ মেধায়। এই কোটা ব্যবস্থা অবশ্যই সংস্কার করা উচিত। মূলত সমাজের অনগ্রসর শ্রেণিকে বিশেষ সুবিধা দিতে এই কোটাপ্রথা প্রচলিত হলেও এই ৫৬ শতাংশ কোটা এখন মেধাবী যোগ্য চাকুরীপ্রার্থীদের জন্য এক ভোগান্তি।‌কোটার কার‌ণে মেধাবীরা ব‌ঞ্চিত হচ্ছে চাকুরীপ্রাপ্তিতে।দেখা যাচ্ছে সল্পসংখ্যক ৫০০ পদের জন্য সাধারন ক্যাডারে প্রতি বিসিএসে প্রায় ৩ লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।কোটাপদ্ধতির জন্য ৫০০ পদের মধ্যে মেধা কোটায় ২২৫ জন চাকরির সুযোগ পাবে।ফলশ্রুতিতে যার মেধাক্রম ২২৬তম তারও চাকরিপ্রাপ্তি অনিশ্চিত কিন্তু কোটাসুবিধার জন্য যার মেধাক্রম ২০০০ তিনিও একই পরীক্ষা চাকরি পেয়ে যাচ্ছেন।এই কোটপ্রথা এখন চাকুরীপ্রার্থীদের জন্য একটি প্রহসন ও বৈষম্য হয়ে দাড়িয়েছে।অার এখন অন্যতম সংকট হলো কোটা পদ্ধতিতে পর্যাপ্ত প্রার্থী না থাকা।যার ফলে কোটার প্রার্থী না পাওয়া যাওয়ায় প্রতি বছর ওই পদগু‌লো শূন্য থেকে যাচ্ছে আবার অন্য‌দি‌কে মেধাবীরা নি‌য়োগ বঞ্চিত হচ্ছেন।
মেধাবীরা উত্তীর্ণ হয়েও একদিকে চাকরি না পাওয়া আবার পদশূণ্য থেকে যাওয়ায় দেশও কিন্তু বঞ্চিত হচ্ছে সেবা থেকে আর মেধাবীরা নিমগ্ন হচ্ছে হতাশায়।হতাশায় নিমজ্জিত হয়ে আত্নহত্যার মতোও ঘটনাও ঘটেছে।যেহেতু কোটাসুবিধা প্রাপ্ত পর্যাপ্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না আর পদশুণ্য থাকছে তাই কোটাপদ্ধতি সংস্কার করা অবশ্যই যুক্তিযুক্ত। তাই আমরা কোটাবিলোপ চাইনা আবার চাকুরীপ্রাপ্তিতে বৈষম্যও চাইনা।কোটাপদ্ধতি সংস্কার চাই তাই মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা তিনি এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কোটাপদ্ধতি সংস্কার করে মেধাবীদের চাকুরী প্রাপ্তির পথ সুগম করবেন।

আবু জাফর ইলিয়াস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুমকি,পটুয়াখালী।
Recommeneded As BCS Agriculture(36th BCS)

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!