এসএসসি পদার্থ বিজ্ঞান MCQ প্রশ্ন ও সমাধান ২০১৮।
SSC Physics MCQ Questions and Solutions 2018.
ad id=’5486′]
১।ML2T-3 মাত্রাটি হলো-
উত্তরঃ ঘ ( একক সময়ে কৃত কাজের, ক্ষমতার, একক সময়ে ব্যয়িত শক্তির)
২। থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ঘ (ফিউজ)
৩। সঠিক সম্পর্ক হলো-
উত্তরঃঘ (i,ii ও iii )
৪। আলফা রশ্মির বেগ কত ms-1?
উত্তরঃ গ ( 3*10^7)
৫। উইন্ড মিলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
উত্তরঃ ক ( আল মাসুদী)
৬। চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত?
উত্তরঃ গ( ৬০* )
৭। s=ut+1/2at^2 সমীকরণে ut এর মাত্রা কোনটি?
উত্তরঃ গ ( L )
৮। ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভালো-
উত্তরঃ ঘ ( বৃষ্টিতে ভেজা)
৯। E বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত?
উত্তরঃ ক (mgh1 )
১০। কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
উত্তরঃ ক( তড়িৎ ক্ষেত্র)
১১। কোনটি অসংরক্ষনশীল বল?
উত্তরঃ ক (ঘর্ষণ বল )
১২। সমদৃশ্য সম্পন্ন বিন্দু গুলো হলো-
উত্তরঃ ঘ (A,E,I )
১৩। লেন্সের সকল দুরত্ব—থেকে পরিমাপ করা হয়।
উত্তরঃক (আলোক কেন্দ্র)
১৪। ট্রান্সফরমারটির লোড (R) এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?
উত্তরঃ ক(12 )
১৫। সঠিক সম্পর্ক হলো-
উত্তরঃ গ( ii ও iii)
১৬। মূল স্কেল ও ভারনিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নীট পাঠ পাওয়া গেল 12.66cm. ভারনিয়ার সম্পাতন হলে ভারনিয়ার ধ্রুবক কত?
উত্তরঃ ক(0.1 mm )
১৭। কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম?
উত্তরঃ খ( দৈর্ঘ্য )
১৮। ভর পরিমাপে আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে তার ব্যাসার্ধ কত সে.মি.?
উত্তরঃ ঘ( 3.9 cm)
১৯। ডুবোজাহাজে কি ব্যবহার করে আরও উন্নত ধরণের পেরিস্কোপ ব্যবহার করা হয়?
উত্তরঃ খ( প্রিজম)
২০। কোনো মাধ্যমে পরম প্রতিসরনাঙ্ক root 2 হলে বায়ু সাপেক্ষে ঐ মাধ্যমে ক্রান্তিকোণ কত?
উত্তরঃ খ(৪৫* )
২১। n-p-n ট্রানজিস্টরে p অংশটি কি?
উত্তরঃ খ( নিঃসারক)
২২। পড়ন্ত অবস্থায় ভুপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতি শক্তি বিভবশক্তির তিনগুন হবে?
উত্তরঃ ঘ ( h1+h2/4)
২৩। একটি 1 mm ব্যাসের তারে 98N ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে?
উত্তরঃ খ ( 1.25*10^8 Nm-2)
২৪। একটি তলে রাখা 8kg ভরের বস্তুর উপর 30 N বল প্রয়োগ করাউ বস্তুটি 3 ms-2 ত্বরণ লাভ করে। বস্ত ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন?
উত্তরঃ খ( 6 )
২৫। সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংগঠিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন?
উত্তরঃ ক (ইসিজি )