এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র MCQ প্রশ্ন ও সমাধান ২০১৮।
HSC exam History and Culture of Islam the second paper question and solution 2018.
১. কুতুব মিনার কোন ধরনের স্থাপত্যকীর্তি?
উত্তর: (গ) সৃতিস্তম্ভ
২. মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির নাম রাখেন?
উত্তর: (খ) দৌলতবাদ
৩. আকবরের ধর্মনীতিরর কারণ ছিল____
উত্তর: (গ) iiও iii
৪. উদ্দীপকের শাসকের সাথে সুলতানী আমলের কোন শাসকের মিল রয়েছে?
উত্তর: (খ) আলাউদ্দিন খলজি
৫. উক্ত সংস্কারের ফলে___
উত্তর: (ঘ) i,iiও iii
৬. বঙ্গভঙ্গের কারণ হলো____
উত্তর: (ঘ) i,iiও iii
৭. শের শাহের পরবর্তী শাসক কে ছিলেন?
উত্তর: (ক) ইসলাম শাহ
৮. দস্তরুল আমল এ কয়টি আদেশ সন্নিবেশিত হয়?
উত্তর: (খ) ১২
৯. সম্রাট শাহ জাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়____
উত্তর: (ঘ) i,iiও iii
১০. দ্বৈত-শাসন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?
উত্তর: (গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
১১. খেলেফত ও অসহযোগ আন্দোলনের লক্ষ ছিল___
উত্তর: (ঘ) i,iiও iii
১২. যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কী?
উত্তর: (ঘ) i,iiও iii
১৩. উদ্দিপকের জলিল ও হাসানের আন্দোলনের সাথে মিল পাওয়া যায়____
উত্তর: (খ) হাজি শরিয়ত উল্লাহ ও দুদু মিয়া
১৪. এ আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল____
উত্তর: (ক) iও ii
১৫. ভারতীয় জাতীয় কংগ্রেসর আশু লক্ষ্য ছিলো___
উত্তর: (ক) iও ii
১৬. ১৯৭০ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনের গুরুত্ব কি?
উত্তর: (ঘ) i,iiও iii
১৭. আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?
উত্তর: (ঘ) ৩৫ জন
১৮. উদ্দীপকে অনুরূপ ৬৮’এর গনঅভুত্থানে নিহতরা হলেন____
উত্তর: (ক) ড.শামসুজ্জোহা ও আসাদ
১৯. উক্ত আন্দোলনের ফলাফল ছিল____
উত্তর: (ঘ) i,iiও iii
২০. হাজি মুহম্মদ মোহসিনের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: (ক) পারস্য
২১. উদ্দিপকে উল্লিখিত ঘটনাকে বলা হয়___
উত্তর: (খ) অপারশন সার্চলাইট
২২. বাঙালিদের উপর নির্বিচার আক্রমনের ফলাফল___
উত্তর: (ঘ) i,iiও iii
২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ‘খ’ রাষ্ট্রের অনুরূপ ভুমিকা পালন করে___
উত্তর: (ক) ভারত
২৪. মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কারা?
উত্তর: (ক) জগজিৎ সিং আরোরা ও এ কে নিয়াজি
২৫. ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা?
উত্তর: (ঘ) দ্রাবিড়
২৬. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিস্টাব্দে?
উত্তর: (গ) ১০২৬
২৭. আলাউদ্দিন হোসেনকে ‘জাহানসুজ’ বলা হয় কেন?
উত্তর: (গ) iiও iii
২৮. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন___
উত্তর: (ক) মুহাম্মদ বিন কাশিম
২৯. উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল____
উত্তর: (ঘ) i,iiও iii
৩০. মোঙ্গল আক্রমন প্রতিহত করার জন্য আলাউদ্দিন খলজি কতৃক গৃহীত পদক্ষেপ হল___
উত্তর: (ঘ) i,iiও iii